এই মুহূর্তে জেলা

মোবাইল টাওয়ার বসানকে কেন্দ্র করে তুলকালাম কানাগরে।


সুদীপ দাস, ২৭ জুলাই:- মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে তুলকালাম হুগলীর কানাগর আশ্রম মাঠ সংলগ্ন এলাকা। ঘটনায় হাতাহাতি। জখম বিএসএনএলের প্রাক্তন ইঞ্জিনিয়ার। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। ওই এলাকার বাসিন্দা সুখেন্দু চাকীর বাড়িতে একটি বেসরকারী টেলিকম সংস্থার টাওয়ার বসানোর খবর আসতেই প্রতিবাদ জানায় স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে এলাকাবাসীরা কোদালিয়া ২নম্বর পঞ্চায়েতে একটি মার্চ পিটিশনও দেয়। কিন্তু মঙ্গলবার সকালে টাওয়ার বসানোর জন্য প্রয়োজনীয় নির্মান সামগ্রী আসতেই স্থানীয়রা প্রতিবাদে সরব হয়। এলাকাবাসীদের বক্তব্য অত্যন্ত ঘিঞ্জি বসতিপূর্ন ওই জায়গায় টাওয়ার বসলে রেডিয়েশনে ক্ষতি হবে স্থানীয়দের। এই নিয়েই স্থানীয়দের সাথে বচসা বাঁধে চাকি পরিবারের।

উল্লেখ্য টাওয়ার বসানোর জন্য প্রয়োজনীয় নির্মান সামগ্রী রাখা হয় চাকি পরিবারের পাশে থাকা প্রাক্তন বিএসএনএলের ইঞ্জিনিয়ার ত্রিপুরারি চক্রবর্তীর বাড়িতে। স্থানীয়দের অভিযোগ ত্রিপুরারিবাবুর মদতেই চাকি বাড়ির ফাঁকা জায়গায় টাওয়ার বসছে। তাই এলাকাবসীদের ক্ষোভ গিয়ে পরে ত্রিপুরারিবাবুর উপর। শুরু হয় হাতাহাতি। ঘটনায় ত্রিপুরারিবাবুর মুখ ফেটে রক্ত বের হতে থাকে। ত্রিপুরারিবাবুর বক্তব্য পাশের বাড়িতে টাওয়ার বসবে বলে নির্মান সামগ্রী তাঁর বাড়িতে রাখা হয়েছিলো। উনি এর বেশী কিছু জানেন না। এলাকাবাসীরা না চাইলে সেখানে টাওয়ার না বসানোর পক্ষেই তিনি। কিন্তু তারপরও তাঁকে মারধর করা হলো। যদিও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ত্রিপুরারিবাবুই সকলের বিপক্ষে গিয়ে টাওয়ার বসানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আর উনিই আগে এলাকাবাসীদের মারধর করেছে। ঘটনায় দু’পক্ষই পুলিশের কাছে গেছে বলে খবর।