এই মুহূর্তে জেলা

আরএসএসের কার্যকর্তাকে নিগ্রহের অভিযোগ। লিলুয়া থানায় বিক্ষোভ।

হাওড়া, ২৭ জুলাই:- রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসের কার্যনির্বাহী কর্তা সঞ্জয় শর্মাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। সোমবার রাতে হাওড়ার লিলুয়ায় ওই ঘটনা ঘটেছে। ঘটনার তীব্র নিন্দা করেছে আরএসএস। সোমবার রাতে হাওড়ার লিলুয়া থানা এলাকায় আরএসএসের ওই কার্যকর্তাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে দুষ্কৃতিদের বিরুদ্ধে। শুধু তাই নয়, তাঁকে অপহরণের চেষ্টাও করা হয় বলেও অভিযোগ। এরপর রাতের দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। প্রথমে পুলিশ ঘটনার তদন্ত সেভাবে শুরু করেনি বলে অভিযোগ তুলেছে আরএসএস।

মঙ্গলবার দুপুরে সংঘের কার্যকর্তারা হাওড়ায় লিলুয়া থানার সামনে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তারা পোস্টার হাতে থানার সামনে বিক্ষোভ দেখান এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন। জানা গেছে, আরএসএসের ওই কার্যকর্তাকে দুষ্কৃতীরা গতকাল মারধর করে এবং তাকে মুচলেকা দিয়ে আরএসএস ছাড়ার হুমকি পর্যন্ত দেয়। উল্লেখ্য, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের হাওড়া মহানগরের উত্তর পশ্চিম ভাগের (লিলুয়া এলাকা) কার্যবাহ সঞ্জয় শর্মা আক্রান্ত হন। এর প্রতিবাদে দোষীদের গ্রেফতারের দাবিতে আজ লিলুয়া থানায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ও দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়।