আরামবাগ , ২৩ জুলাই:- উচ্চমাধ্যমিকের নম্বরে গরমিলের অভিযোগ তুলে হুগলির আরামবাগ গার্লস হাইস্কুলে ব্যাপক বিক্ষোভ ছাত্রী ও অভিভাবকদের। ফলাফল পুনর্মূল্যায়নের দাবি তোলেন ছাত্রীরা। উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পরই কম নম্বর দেওয়ার অভিযোগ উঠল আরামবাগ গার্লস হাই স্কুলের উচ্চ মাধ্যমিক ছাত্রীদের। তাদের অভিযোগ যে নিয়মে সংসদ মূল্যায়ন করে উচ্চ মাধ্যমিকে নম্বর মার্কশিটে বসিয়েছে সেই অনুযায়ী অনেকটাই কম নম্বর দেওয়া হয়েছে ছাত্রীদের। এদিন তাই স্কুল ও উচ্চ মাধ্যমিক সংসদ গাফিলতির অভিযোগ তুলে ছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভে ফেটে পড়ে স্কুল চত্বরে। এই কম নম্বর দেওয়ার জন্য আগামী দিনে ছাত্রীরা অনেকটাই সমস্যায় পড়বে বলে জানান অভিভাবকরা। এই ঘটনায় যাদের গাফিলতি আছে তা খুঁজে বের করার দাবিও জানান তারা। সেইসাথে ছাত্রীদের নতুন করে মূল্যায়নের দাবি তোলেন অবিভাবকরা। ছাত্রীদের দাবী, আরামবাগ গালস স্কুলের প্রতিটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মার্কশিটে প্রায় ২০ নম্বর করে কম দেওয়া হয়েছে। এই বিষয়ে একজন ছাত্রী বলে, সংসদ কেন কম করে নম্বর পাঠালো তা বুঝতে পারছি না। স্কুল কেন সময়ে নম্বর পাঠায়নি। এটাও আমাদের একটা প্রশ্ন।
ইলেভেনের যখন নম্বর পাঠাতে বলা হয়েছিল, তখন কেন স্কুল নম্বর পাঠাইনি। তার জন্যই কি আমাদের সাথে এরকম করা হলো। নাকি স্কুল থেকেই নম্বর কম পাঠানো হয়েছে।এটা আমরা বুঝতে পারছি না। আমাদের প্রাপ্য নম্বর থেকে আমরা ২০ থেকে ২৫ নম্বর কম পেয়েছি। এ প্রসঙ্গে এক অভিভাবক জানান, এর জন্য দায়ী স্কুল। ছাত্রীরা ক্লাসে গেলে বলে তোমরা স্কুলে এসেছ কেন, বাড়িতে পড়াশোনা করো, ভালো পড়াশোনা হবে। আমাদের মেয়েদের যে নম্বর দেওয়া হল, সেটার সাথে কেন অবিচার করা হলো। প্রশ্ন তোলেন তিনি। স্কুলের ম্যাডামরা ছাত্রীদের ওপর চূড়ান্ত হবে অবিচার করেছে। নম্বর কম দেওয়ার ভয় দেখানো হয়। নম্বর কম পাবার জন্য স্কুলই দায়ী। যদিও আরামবাগ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা রাজষী দে জানান, আমরা যা অফিশিয়ালি ব্যবস্থা নেবার নেব। সংসদ যে নোটিফিকেশন করেছে সেই অনুযায়ী ব্যবস্থা নেব আমরা। এতে স্কুলের কোনো গাফিলতি নেই। সবটাই নিয়ম মেনে হয়েছে। আমাদের কোন ফল্ট ছিল না। আমরা সবসময় ছাত্রীদের পাশে আছি। সঠিকভাবে দেবার পরেও যদি ভুল আসে আমাদের কিছু করার নেই। তবে এই বিষয়ে আরামবাগের শিক্ষা দপ্তরের আধিকারিক চন্দ্রশেখর জাউলিয়া জানান, আরামবাগ গালস স্কুলের সাথে কথা হয়েছে। ছাত্রীদের স্বার্থে বিষয়টি খতিয়ে দেখা হবে। সবমিলিয়ে এখন ছাত্রীদের ভবিষ্যতে কথা ভেবে স্কুল ও উচ্চ মাধ্যমিক কাউন্সিল কি পদক্ষেপ নেই সেই তাকিয়ে এলাকার মানুষ।