এই মুহূর্তে জেলা

ব্যাঁটরা ডাকাতি-কান্ডের মূল অভিযুক্ত দিল্লি থেকে গ্রেফতার , আজ তোলা হবে হাওড়া আদালতে।


হাওড়া , ২৩ জুলাই:- হাওড়ার ব্যাঁটরায় দিন কয়েক আগে ঘটে যাওয়া (গৃহকর্ত্রীকে বেঁধে রেখে ডাকাতি) দুঃসাহসিক ডাকাতির ঘটনায় অবশেষে মূল অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেফতার করলো পুলিশ। ঘটনার পর থেকে ওই ব্যক্তি দিল্লিতে গা ঢাকা দিয়েছিল। ধৃতের নাম গৌরাঙ্গ মালিক। তদন্তে নেমে পুলিশ প্রথমে এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছিল। এদের জিজ্ঞাসাবাদ করেই গৌরাঙ্গ মালিকের নাম উঠে আসে। ধৃত গৌরাঙ্গের বাড়ি উড়িষ্যার বালেশ্বরে। প্রথমে ব্যাঁটরা থানা পুলিশের একটি দল উড়িষ্যার বালেশ্বরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে এই ব্যক্তি আত্মগোপন করে রয়েছেন দিল্লিতে। এরপর পুলিশ দিল্লিতে টিম পাঠায়। এরপর দিল্লির নাব সরাই থানা এলাকার দূর্গাবিহার রাজু পার্কের একটি বাড়ি থেকে গৌরাঙ্গকে গ্রেফতার করা হয়। এই নিয়ে ব্যাঁটরা থানা এলাকার ওই ডাকাতির ঘটনায় মোট ৩ জন গ্রেফতার হলো।

ধৃত গৌরাঙ্গ মালিককে বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে বিশেষ ট্রেনে হাওড়ায় নিয়ে আসা হয়। এরপর আজ শুক্রবার দুপুরে তাকে হাওড়া কোর্টে তোলা হবে। ধৃতকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে ডাকাতির বাকি মাল পুলিশ উদ্ধার করতে চায়। উল্লেখ্য, গত ২৫ জুন বিকেলে গৃহকর্ত্রীকে বেঁধে রেখে ওই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল হাওড়ার ব্যাঁটরায়। ঘটনার সময় গৃহকর্তা এবং তাঁদের ছেলে বাড়িতে ছিলেন না। সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘরের মধ্যে আচমকা ঢুকে পড়ে দুষ্কৃতিরা। এরপর গৃহকর্ত্রীকে পিছমোড়া করে ঘরের মধ্যে বেঁধে রেখে অবাধে লুঠপাট চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা। গৃহকর্ত্রীর গলায় ধারাল অস্ত্র ধরে গা থেকে সোনার গয়না লুট করা হয়। আলমারি ভেঙেও লুঠপাট চলে। বেশ কিছু নগদ টাকা নিয়েও চম্পট দিয়েছিল দুষ্কৃতিরা।