জেলা এই মুহূর্তে

২৫ লক্ষ টাকা সহ হাওড়া স্টেশন থেকে আটক উত্তরপ্রদেশের এক ব্যক্তি। জিজ্ঞাসাদের জন্য তাঁকে তুলে দেওয়া হয় আয়কর দফতরের আধিকারিকদের হাতে।

হাওড়া, ২২ জুলাই:- লক্ষ লক্ষ টাকা সমেত হাওড়া স্টেশন থেকে ধরা পড়লেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি। বুধবার ওই ব্যক্তিকে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে আটক করেছে আরপিএফ। ওই ব্যক্তি উত্তরপ্রদেশের বারাণসীর সিগরা ছিটপুরের বাসিন্দা বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা কালো রঙের একটি পিট্টু ব্যাগ থেকে নগদে প্রায় ২৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আরপিএফ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি যখন হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৩ নম্বর গেট দিয়ে বেরতে যাচ্ছিলেন, সেই সময় তাকে দেখে সন্দেহ হয় স্টেশনে ডিউটিরত আরপিএফ কর্মীদের।

তাঁরা যখন ওই ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন তখন তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। আরপিএফ কর্মীরা তাঁকে তৎক্ষনাৎ ধরে ফেলেন এবং ওই ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগ থেকে ২৫ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়। এই এত টাকা ওই ব্যক্তি কোথায় কার কাছে নিয়ে যাচ্ছেন বা তিনি কোথা থেকে টাকা পেলেন তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করে আরপিএফ। ওই ব্যক্তির দাবি, তিনি উত্তরপ্রদেশের একটি জুয়েলারির দোকানের কর্মী। তিনি জুয়েলারি দোকানের মালিকের অনুমতি নিয়ে ওই টাকা নিয়ে আসছিলেন কলকাতার বউবাজারে এক জুয়েলারি শপের মালিকের সঙ্গে দেখা করতে সোনা ক্রয়ের উদ্দেশ্যে।

যদিও এর স্বপক্ষে কোনও প্রমাণ বা সঠিক যুক্তি না পেয়ে ওই ব্যক্তিকে কলকাতা আয়কর দফতরের আধিকারিকদের হাতে তুলে দেয় আরপিএফ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরপিএফ সূত্রের খবর, স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রায় প্রতিদিনই হাওড়া স্টেশনে নজরদারি চালাচ্ছেন তারা। বুধবার সেরকমই নজরদারি চালানোর সময় উত্তরপ্রদেশের বাসিন্দা ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায় আরপিএফ তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। তখনই ওই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়।