হাওড়া , ২১ জুলাই:– আজ হাওড়া জেলার সর্বত্র প্রতিটি ব্লকে প্রতি বিধানসভায় প্রত্যেক ওয়ার্ডে বুথ ভিত্তিক ২১ জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে। জায়ান্ট স্ক্রিনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। বালির বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায় এদিন সকালে শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। তৃণমূল কর্মী সমর্থকরা কালো ব্যাজ পরে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিধায়ক জানান,
আজ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভা বালির প্রতিটি অঞ্চলে এবং ওয়ার্ডে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। আগামী ২০২৪ এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে সকলে দেখতে চান। এদিন ১৩ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। এদিন সকালে মধ্য হাওড়াতেও প্রত্যেক ওয়ার্ডে বুথ ভিত্তিক শহীদ দিবস পালিত হচ্ছে। দলের মধ্য হাওড়ার কার্যকরী সভাপতি মৃণাল দাস সহ অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন।