মহেশ্বর চক্রবর্তী , ১৭ জুলাই:- প্রতিশ্রুতি ছিলো আরামবাগ মহকুমার গোঘাটের ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদধূলি ধন্য কামারপুকুর ঢেলে সাজানো হবে। সেই প্রতিশ্রুতি অনেকটাই পুরোন করেছেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। সেই প্রতিশ্রুতি রক্ষার আরেক ধাপ এগিয়ে গেলো রাজ্য সরকার। এদিন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত কামারপুকুরের হরিসভা এলাকায় দুটি রাস্তার শিলান্যাস হয়। কামারপুকুর এলাকায় যোগাযোগ মাধ্যমের উন্নয়ন ঘটনার জন্যই এই রাস্তা দুটির শিলান্যাস হয়।
জানা গিয়েছে কামারপুকুরে আগত পুর্নার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় সেই লক্ষ্যেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটনার সিদ্ধান্ত নেয় শাসক দল। প্রশাসন সুত্রে জানা গিয়েছে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় জেলা পরিষদের উদ্যোগে কামারপুকুরে দুটি রাস্তার শিলান্যাস হয়। এদিন উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি সেখ মেহবুব রহমান, জেলা পরিষদের পুর্ত কর্মাধক্ষ্য সুবীর মুখার্জী, গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, পঞ্চায়েত প্রধান তপন মন্ডলসহ অন্যান্যরা।