এই মুহূর্তে জেলা

হাওড়ার হরিজন বস্তিতে নিজের উদ্যোগে ৫০০ মানুষকে ভ্যাক্সিনেশনের ব্যবস্থা করে দিলেন মন্ত্রী অরূপ।

হাওড়া , ১৭ জুলাই:- গত বছর মে মাসে কোভিডের সময় মধ্য হাওড়ার হরিজন বস্তি খবরের শিরোনামে এসেছিল। সেখানে বহু মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেইসময় গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে এলাকাটি সম্পূর্ণভাবে সিল করে দিয়ে আক্রান্তদের ডুমুরজলায় কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছিল। আগামীদিন করোনার তৃতীয় ঢেউ আটকাতে এবার হাওড়ার ব্যাঁটরার নরসিংহ দত্ত রোডের হরিজন বস্তির বাসিন্দাদের কোভিড টিকাকরণের উপর বিশেষ জোর দেওয়া হলো। মধ্য হাওড়ার বিধায়ক তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের বিশেষ উদ্যোগে এই বস্তির প্রায় ৫০০ মানুষকে ভ্যাক্সিনেশনের ব্যবস্থা করে দেওয়া হলো।

শনিবার সকালে হরিজন বস্তিতে এই টিকাকরণ কর্মসূচি শুরু হয়। প্রথম দিন ২৫০ জনের ভ্যাক্সিনেশন হয়। রবিবার দ্বিতীয় দিনেও আরও ২৫০ জনের ভ্যাক্সিনেশন হবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া পুরসভায় পুর প্রশাসকমন্ডলীর সদস্য তথা প্রাক্তন মেয়র পারিষদ সদস্য ভাস্কর ভট্টাচার্য, মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি মৃণাল দাস (বাবু) প্রমুখ। এদিন বেলা ১১ টা থেকে ভ্যাক্সিনেশন শুরু হয়।