এই মুহূর্তে জেলা

জেলার প্রথম স্থানে থাকা রিষড়া পৌরসভা দুয়ারে ভ্যাকসিনেও নজির গড়লো।

strong>তরুণ মুখোপাধ্যায়, ১৩ জুলাই:- করোনা টিকা করণে হুগলি জেলার পুরসভা গুলির মধ্যে প্রথম স্থানে থাকা রিষড়া পৌরসভা এবার দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি পালন করে এক অনন্য নজির সৃষ্টি করল। এই পুরসভার এক, তিন, আট এবং নয় নম্বর ওয়ার্ডের বয়স্ক বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা তাদের ভ্যাকসিন দিয়ে এলো। এক নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর মায়া গুপ্তা, তিন নম্বর ওয়ার্ডের সুমনা দেবী,

আট নম্বর ওয়ার্ডের মনোজ সাউ এবং নয় নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর ঊষা দেবীর ঐকান্তিক প্রচেষ্টায় এই দুয়ারে ভ্যাক্সিনেশন কর্মসূচি সম্পন্ন হল। এ ব্যাপারে রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র জানান যে আমরা আমাদের পুর এলাকার মানুষরা যাতে করোনা মহামারী থেকে মুক্ত থাকতে পারেন তার জন্য আমাদের মাননীয়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পুর এলাকাগুলিতে নিবিড় টিকাকরণ কর্মসূচি পালন হচ্ছে। জেলার যতগুলি পৌরসভা আছে টিকাকরণের ক্ষেত্রে আমরা প্রথম স্থানে রয়েছে। ইতিমধ্যে প্রায় ৪০ হাজার মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে এর সঙ্গে সঙ্গে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি তো আমরা রিষড়া বাসীর পাশে দাঁড়িয়ে তারা যাতে সুস্থ থাকতে পারেন তার চেষ্টা চালাচ্ছি।