এই মুহূর্তে জেলা

দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর সকাল থেকে খুলে গেল শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিল।


হুগলি, ১২ জুলাই:- দীর্ঘ তিন বছরের উপর বন্ধ থাকার পর আজ সকাল থেকে শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিল আবার খুলে গেল। কাজ ফিরে পেল প্রায় চার হাজার কর্মী। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে তৃণমূল সরকার কায়েম হবার পর বন্ধ কল-কারখানাগুলি খোলার ব্যাপারে উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যাপারে শ্রমমন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন কোন কারখানা বন্ধ রেখে সমস্যার সমাধান হয় না কারখানা চালু রেখে আলাপ আলোচনার মধ্যেই বন্ধ কারখানা খুলতে হবে সেই মতো আমরা গত দুই সপ্তাহের মধ্যে প্রায় দশটি জুটমিল খোলার ব্যাপারে উদ্যোগ নিয়েছি। শ্রমদপ্তর এর আধিকারিকরা এবং আমি নিজে বসে এগুলি যাতে আবার চালু হতে পারে তার চেষ্টা চালাচ্ছি।

ইতিমধ্য হুগলির নর্থব্রুক জুট মিল গোন্দলপাড়া পাড়া জুট মিল এবং আজকে শ্রীরামপুরে ইন্ডিয়া জুট মিল খুলে যাচ্ছে। এবং এর ফলে প্রায় ৫০ হাজারের ওপর জুট মিল শ্রমিক তারা কাজ ফিরে পাবেন আমরা চাই শ্রমিক-মালিক এবং ইউনিয়ন গুলির মধ্য একটা সুসম্পন্ন থাকুক। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে যদি কারখানাগুলি উজ্জীবিত করার চেষ্টা চালানো যায়় তাহলেই এ রাজ্যের কর্মসংস্থান অনেকটাই বেড়ে যাবে ।অন্যদিকে আজকে ইন্ডিয়া জুটমিল খোলায় খুশি এখানকার শ্রমিকরা। দীর্ঘ তিন বছর পর মিল খোলায় তাদের মধ্যে স্বস্তির ভাব এসেছে। এবং তারা এজন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এই ইন্ডিয়া জুট মিল বিগত দিনে ২৩ বছরের উপর চাকরি করেছেন বর্তমান শ্রমমন্ত্রী বেচারাম মান্না। তিনি এই কারখানা টি খোলার ব্যাপারে সদর্থক ভূমিকা নেওয়ায় জন্য এখানকার শ্রমিক ইউনিয়নের এবং মালিকপক্ষ ধন্যবাদ জানিয়েছেন শ্রমমন্ত্রীকে।