সুদীপ দাস, ১২ জুলাই:- কাঠ বা লোহা নয়, সম্ভাব্য এই প্রথম ফাইবারের রথের দড়িতে টান পরতে চলেছে। সৌজন্যে রাজহাটের উদ্যোগপতি প্রসূন কুমার মিত্র। এবছর তাঁর ফাইবার কারখানায় তৈরী হচ্ছে ফাইবারের রথ। যা রাজহাট রথযাত্রা সমিতিতে পৌঁছে যাবে। গাছ বাঁচাতে রথে কাঠের বিকল্পের কথা মাথায় আসে প্রসূনবাবুর। পাশাপাশি রাজহাট রথযাত্রা সমিতির নতুন রথের দরকার। এই খবর মিলতেই প্রসূনবাবুর উপদেশেই ফাইবারের রথ তৈরীতে মত দেয় ওই সমিতি। সেইমত বিগত একমাস ধরে এই রথ তৈরী হচ্ছে রাজহাটে দিল্লী রোডের পাশে প্রসূনবাবুর কারখানায়। প্রায় ২২ফুট উচ্চতা বিশিষ্ট এই রথের দেওয়ালে থাকছে নানা কারুকার্য। হাতে আর সময় নেই। তাই এখন জোরকদমে চলছে সেই কাজ।
প্রসূনবাবু বলেন দীর্ঘদিন ধরে ফাইবারের মূর্তি সহ পার্ক ও ঘর সাজানোর বহু কাজ করেছি। কিন্তু রথ এই প্রথম। নতুন রথের জন্য কাঠের প্রয়োজন হয়, আর কাঠের প্রয়োজন মানেই বৃক্ষ নিধন! তাই আমি ভাবলাম ফাইবার দিয়ে রথ তৈরী করলে কেমন হবে। তা একাধারে যেমন টিকসইও হবে তেমন গাছও বাঁচবে। তাই আমি এই রথ তৈরীতে আগ্রহ দেখালাম। পাশাপাশি করোনা আবহে বহুদিন কাজ নেই তাই ভাবলাম এই রথ তৈরী করলে শ্রমিকরা অন্তত কিছুদিনের জন্য কাজ পাবে। নতুন ধরনের এই রথ তৈরী করতে পেরে খুশী প্রকাশ করেন শ্রমিকরাও