এই মুহূর্তে জেলা

আর্জেন্টিনার কোপা জয়, হাওড়াতেও পাড়ায় পাড়ায় উৎসবের মেজাজে মেসি-ভক্তেরা।

হাওড়া, ১১জুলাই:- কোপা আমেরিকার হাই ভোল্টেজ ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ ঘিরে রবিবার ভোর থেকেই হাওড়াতেও উত্তেজনা ছিল তুঙ্গে। বাড়িতে, পাড়ার ক্লাবে বসেই ম্যাচ দেখেন ফুটবল ভক্তরা। এরপর ডি মারিয়ার একমাত্র গোলে আর্জেন্টিনার কোপা জয় হতেই হাওড়াতেও পাড়ায় পাড়ায় উৎসবের মেজাজে রাস্তায় নেমে পড়েন মেসি-ভক্তেরা। দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনা ঘরে কোপা আমেরিকার কাপ ঢুকল এবার।

আর সেই আনন্দে রবিবার সকাল থেকেই সেলিব্রেশন চলছে হাওড়ায়। হাওড়ার দালালপুকুর চক্রবেড়িয়া ইয়ং স্টার ক্লাবের সদস্যদের মধ্যে উল্লাসের ছবি দেখা গেল। ঢাক-ঢোল নিয়ে তারা এলাকায় এলাকায় ঘুরে উল্লাসে মেতে ওঠেন। আর্জেন্টিনার সমর্থকরা দেশকে ট্রফি এনে দেবার জন্য মেসি ডি মারিয়াদের নামে স্লোগান দেন।