স্পোর্টস ডেস্ক, ১১ জুলাই:- ১৯৯৩ সালের পর প্রথম বার কোপা আমেরিকার ফাইনাল জিতল আর্জেন্টিনা৷ ২০১৬ তে সেমিফাইনালে হারের পর মনে হয়েছিল মেসি কি জাতীয় দলের জার্সিতে কোনো খেতাবই জিততে পারবে না। কিন্তু হল না সৌজন্যে ডি মারিয়া৷ ১-০ গোলে জিতে নিজের জাতীয় দলের জার্সিতে প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতলেন তিনি৷ প্রথমার্ধের খেলায় ১-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে কার্যত লঙ্কার ঝাঁঝ নিয়ে নামে ব্রাজিল৷
একের পর এক দ্রুত উঠে আসা আক্রমণ পড়তে থাকে আর্জেন্তাইন রক্ষণে৷ ম্যাচের ৫২ মিনিটে সাম্বাবাহিনীর রিচার্লিসনের গোল অফসাইডের কারণে বাতিল হয়৷ এরপরেও একের পর এক আক্রমণ আসতেই থাকে৷ নীল-সাদা দুর্গের দায়িত্বে থাকা এমিলিয়ানো মার্তিনেজ একের পর এক গোল বাঁচাতেই থাকেন একটা সময় এরকম আসে যখন লিও মেসিকেও ডিফেন্সে উঠে আসতে হয়েছিল৷ তবে একটা সময় ট্যাকেল করা নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা ছড়ায়৷ বিশাল মারাকানায় হাজির তিন হাজার দর্শক, আর বিশ্ব জুড়ে কোটি কোটি দর্শক৷ অঙ্ক খুবই কঠিন আর খেলায়
দিনের শেষে অঙ্কেরই দাপট৷ কোপা আমেরিকার ফাইনালে প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে খেলা শেষ করে আর্জেন্টিনা৷ গোল যাঁর নামের পাশে তিনি অ্যাঞ্জেল ডি মারিয়া৷ দুই দলের দুই মহাতারকা অর্থাৎ লিওনেল মেসি ও নেইমার দুজনেই ঝলক দেখালেও, বিপক্ষের কোচের স্ট্র্যাটেজির কাছে কার্যত বোতলবন্দি থাকলেন৷ মেসি ও নেইমার দৌড়লেই তিনজন করে মার্কিংয়ের চেনা ছকই দেখা গেল প্রথমার্ধে৷ ম্যাচের ২২ মিনিটে আর্জেন্টাইন রক্ষণের ভুলের সুযোগ নিয়ে অ্যাঞ্জেল ডি মারিয়া এগিয়ে জেন নীল -সাদা বাহিনীকে৷