আরামবাগ, ১০ জুলাই:- হুগলির আরামবাগ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে গেলো। এদিন প্রশিক্ষণ শিবিরে ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী ও তার বিচারধারা নিয়ে প্রশিক্ষণ দেন রাজ্য বিজেপির অন্যতম নেতা রন্তিদেব সেনগুপ্ত। পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার কনভেনার আলোক কুমার দোলুই, যুব নেতা বিশ্বজিৎ ঘোষ, বিজেপি নেতা অসিত কুন্ডুসহ অন্যান্য।এই কর্মসূচি হয় আরামবাগ সাংগঠনিক জেলা দৌলতপুর পার্টি অফিসে।
এই বিষয়ে বিজেপি নেতা অলোক কুমার দোলুই জানান,সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি কর্মী ও নেতাদের নিয়ে এই বিশেষ প্রশিক্ষণ শিবির চলছে। সেই মতো আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলাতেও আয়োজন করা হয়।বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্ব ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ নিয়ে সকলে আমরা চলবো।এই সংকপ্ল নেয় বিজেপি কর্মীরা বলে জানা গেছে।