সুদীপ দাস, ৯ জুলাই:- রাজ্যে ভূয়ো কারবারীদের রমরমা। এবারে এলাকায় চিকিৎসক হিসাবে পরিচিত এক ওষুধ ব্যাবসায়ীর মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির চক্র হাতেনাতে ধরা পরলো। অভিযুক্ত ওই ব্যাবসায়ী আপাতত পুলিশ হেফাজতে। ধৃতের নাম মনোজ পালিত (৫০)। বহুদিন ধরেই মনোজ মেয়াদ উত্তীর্ণ ওষুধের এক্সপায়েরি ডেট অ্যাসিড দ্বারা তুলে দিয়ে নতুন ডেট বসিয়ে বিক্রি করতেন বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, পান্ডুয়ার বাসিন্দা আসফর আলী তাঁর স্ত্রীকে দাঁতে যন্ত্রনার উপসর্গ নিয়ে পান্ডুয়ার বোসপাড়ায় ভূয়ো চিকিৎসক মনোজের কাছে নিয়ে যায়। মনোজ ওই মহিলাকে দেখে নিজের দোকান থেকে প্রয়োজনীয় ওষুধ দেয়। কিন্তু বাড়িতে গিয়ে ওই ওষুধ খাওয়ার কিছুক্ষন পর থেকেই মহিলার পেট ফোলা শুরু হয়। সঙ্গে অসহ্য পেটে যন্ত্রনা। রাতে স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আসফার তাঁকে পান্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে গিয়ে ওষুধ গুলি দেখাতেই সন্দেহ হয় চিকিৎসকের। মনোজের দেওয়া ওষুধের পাশ্বপ্রতিক্রিয়াতেই যে স্ত্রীর শরীর খারাপ হয়েছে তা হাসপাতাল চিকিৎসকের সাথে কথা বলে বুঝতে পারেন আসফার। শুক্রবার এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা চড়াও হয় মনোজের দোকানে। খবর পেয়ে সেখানে এসে উপস্থিত হন মনোজের প্রাক্তন কর্মচারী শ্রীকান্ত পাত্র। তিনি বলেন একটা সময়ে ওষুধের এক্সপায়েরি ডেট মুছতে দেখে প্রতিবাদ করায় তাঁকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। এই খবর জানার পরই উত্তেজিত জনতারা মারমুখী হয়ে ওঠে। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ভূয়ো চিকিৎসক তথা জাল ওষুধ ব্যাবসায়ী মনোজ পালিতকে আটক করে নিয়ে যায়। পাশাপাশি তদন্তের স্বার্থে মনোজের দোকানের সমস্ত ওষুধ দুটি বস্তায় ভরে নিয়ে যায় পান্ডুয়া থানার পুলিশ।