হুগলি, ৬ জুলাই:- রান্নার গ্যাস ৮৫০ পেট্রোল গতকালই সেঞ্চুরি হাঁকিয়েছেন ফলে সাধারণ মানুষ আজ দিশেহারা। একে করোনার মহামারী তার উপর কাজ বন্ধ কিভাবে সংসার চালাবে কিভাবে ক্ষুধা মেটাবে সেই চিন্তায় জেরবার মধ্যবিত গরিব্ মানুষেরা। যেভাবে কেন্দ্রীয় সরকার প্রতিদিন পেট্রোপণ্যের দাম বাড়িয়ে চলেছে তা এককথায় নজিরবিহীন। তারই প্রতিবাদে আজ উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি অভিনব প্রতিবাদ মিছিল বার করে। একটি মোটর সাইকেলকে মৃত সাজিয়ে প্রতীকী শ্রাদ্ধানুষ্ঠান করে তৃণমূল কর্মীরা। এদিন সকালে উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সন্দীপ দাস এর নেতৃত্বে হিন্দমোটর জি টি রোড ধরে মিছিলটি পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ব্যানার পোস্টার নিয়ে কোন্নগর ধারসা পেট্রোল পাম্প পর্যন্ত প্রতিবাদ মিছিলটি যায়।
এ ব্যাপারে সন্দীপ বাবু জানান কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার প্রতিদিনই জ্বালানির দাম বৃদ্ধি করায় বাজারের সমস্ত স্তরের মূল্য বৃদ্ধি ঘটেছে। এই অবস্থায় গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের নাভিশ্বাস উঠেছে বিশেষ করে এই লকডাউন এর সময় বাস-ট্রেন বন্ধ থাকায় কর্মক্ষেত্রে যাবার একমাত্র বাহন হচ্ছে মোটরবাইক। কিন্তু গতকালই পেট্রোল প্রতি লিটার ১০০ পার করেছে এই অবস্থায় কিভাবে মানুষ পেট চালাবে সেই চিন্তায় দিশেহারা তার জন্য আমাদের প্রতিবাদ এবং আগামী ১০ এবং ১১ তারিখে আমাদের দলের পক্ষ থেকে পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির বিরুদ্ধে যে কর্মসূচি নেয়া হয়েছে তাতেও আমরা অংশ নেব এবং আমাদের প্রতিবাদের ভাষা আরো তীব্র হবে।