আরামবাগ,৪ জুলাই:- বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এক দম্পতিকে বেধরক মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আরামবাগ। অসহায় ওই দম্পতি নিরাপত্তা চেয়ে ও অভিযুক্তের শাস্তির দাবীতে আরামবাগ থানার দ্বারস্থ হলেন। পারিবারিক অশান্তির জেরে মারধরের ঘটনা ঘটে আরামবাগে প্রতাপ নগরে। ঘটনায় আহত স্বামী ও স্ত্রী। আহত ব্যক্তির নাম বিজয় সামন্ত। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরে গন্ডগোল চলছিলো। শনিবার বচসা থেকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
আহত ব্যক্তি অভিযুক্তের শাস্তির দাবী তুলে থানার দ্বারস্থ হয় তারা। এই বিষয়ে আহত ব্যক্তি বিজয় সামন্ত বলেন, কাকা নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারধর করে। মাঠ থেকে তিল বয়ে আনার পর আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে।আমার স্ত্রীকেও ছাড় দেয়নি। এই জন্য এদিন আরামবাগ থানায় অভিযোগ জানাতে এসেছি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন আহত ব্যক্তির কাকা ও তার ছেলেরা বলে জানা গেছে। এখন দেখার থানায় অভিযোগ জমা পড়ার পর কি পদক্ষেপ নেয়।