এই মুহূর্তে জেলা

হাওড়ায় দাঁড়িয়ে থাকা পরপর চারটি বাসে আচমকাই আগুন।

হাওড়া, ৪ জুলাই:- রবিবার বিকেলে হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের কাছে পার্কিং লটে দাঁড়িয়ে থাকা অবস্থায় পরপর চারটি বাসে আচমকাই আগুন লাগে। এই ঘটনায় দুটি স্কুল বাস এবং একটি মিনি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়। প্রথমে স্থানীয় মানুষ নিজেরাই আগুন নেভানোর কাজে নেমে পড়েন। বৃষ্টির জমা জল তুলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। দমকলে খবর দেওয়া হলে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওই পার্কিং লটে অনেকগুলি বাস দাঁড়িয়ে ছিল। সেইসব বাসে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। যদিও দমকল কর্মীদের তৎপরতায় বাকি বাসগুলিতে আগুন লাগেনি। এদিন বিকেল পৌনে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসগুলি।

এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনায় হতাহতের খবর নেই। দাঁড়িয়ে থাকা বাসে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন স্টেডিয়ামের পাশে পার্কিংয়ে তিনটি বাসে আগুন লাগে। একটি বাসে আগুন লাগে। পরে তা পাশাপাশি আরও ২টি বাসে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা তিনটি দাঁড়িয়ে থাকা বাসকে সম্পূর্ণ ভস্মীভূত করে দেয়। স্থানীয় বাসিন্দারা বৃষ্টির জমে থাকার জল দিয়ে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আশেপাশে আরও বেশ কয়েকটি বাস পার্কিং করা ছিল সেখানে। অন্যান্য বাসে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ করা গেছে।