এই মুহূর্তে কলকাতা

রাজ্যে বিধান পরিষদ ফিরিয়ে আনার সিদ্ধান্তে বিরোধিতা করতে চলেছে বিজেপি।

কলকাতা, ৩ জুলাই:- রাজ্যে বিধান পরিষদ ফিরিয়ে আনার সিদ্ধান্তে বিরোধিতা করতে চলেছে বিজেপি। আগামী মঙ্গলবার রাজ্যের আইন সভার দ্বিতীয় কক্ষ তৈরির ব্যাপারে নতুন করে বিল আনতে চলেছে সরকারপক্ষ। বিধানসভায় ওই বিলের ওপর আলোচনার সময় প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি ওই বিলের বিরোধীতা করবে বলে দলের পরিষদীয় নেতৃত্বের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন রাজ্যে বিধান পরিষদ ফেরানোর ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি বিজেপি। কারণ বিজেপি শাসিত অনেক রাজ্যে বিধান পরিষদের অস্তিত্ব থাকায় এ ব্যাপারে অবস্থান নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হচ্ছিল বলে দলীয় সূত্রে খবর।

কিন্তু অতিমারী ও একাধিক প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত রাজ্য সরকার যেখানে কোষাগারের আর্থিক দুরবস্থার কথা নিজেরাই বারবার তুলে ধরছে সেখানে বিজেপিও বিধান পরিষদের বিরোধিতায় এই আর্থিক বিষয়টিকেই সামনে আনতে চাইছে। বিধান পরিষদ গঠন করে কোষাগারের উপরে নতুন করে চাপ বাড়ানো অযৌক্তিক একথাই বিজেপি তরফে বিধানসভায় তুলে ধরা হবে। এদিকে বিজেপি বিধান পরিষদ পুনরুজ্জীবনের সিদ্ধান্তের বিরোধিতা করায় এই সিদ্ধান্ত কার্যকর হওয়া নিয়েও প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। কেননা একক সংখ্যাগরিষ্ঠতা জেরে সরকারপক্ষ ওই বিল পাস করিয়ে নিলেও বিধান পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু করার আগে সংসদের উভয় কক্ষ এবং রাস্ট্রপতির অনুমোদন প্রয়োজন। ফলে রাজ্য বিধানসভায় বিল পাশ করালেও লোকসভা ও রাজ্যসভায় বিজেপির বিরোধিতা উপেক্ষা করে এই সিদ্ধান্তে অনুমোদন পাওয়া কার্যত অসম্ভব।