এই মুহূর্তে কলকাতা

ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়ালো রাজ্য সরকার।


কলকাতা, ৩ জুলাই:- রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ আরো বাড়িয়েছে। নবান্নের অর্থ দফতর থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান সহ সমস্ত সদস্যদের মেয়াদ আরও তিন মাস পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। ১ লা জুলাই থেকে এই মেয়াদ কার্যকর হবে। সরকারি কর্মীদের অবসরকালীন সুযোগ-সুবিধাসহ কর্মী বিন্যাস সংক্রান্ত বিষয় গুলি খতিয়ে দেখার জন্য কমিশনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বলে অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে। ২০১৫ সালের ২৭ শে নভেম্বর অর্থনীতিবীদ অভিরূপ সরকারের নেতৃত্বে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়। রাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে৷ ২০১৯ সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরকারি কর্মীদের বৈঠকেই ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷