এই মুহূর্তে জেলা

রং ছাড়াই ছেঁড়া কাগজ দিয়ে রঙিন ছবি আঁকছেন ব্যান্ডেলের তপন।


সুদীপ দাস, ৩ জুলাই:- প্রায় এক দশকের বেশি সময় ধরে কোলাজের চিত্রকলায় সাধারণ মানুষকে আনন্দ দিয়ে চলেছে সম্রাট তপন সাহা। স্কুলের শিক্ষকের হাত ধরেই চিত্রকলায় উৎসাহিত হওয়া। এরপর একটু বড় হতেই পোস্টকার্ড কেটে নতুন কিছু তৈরির ভাবনা শুরু করে। এরপর সেই ভাবনা থেকেই শান্তিনিকেতন পাড়ি দেন তিনি। সেখানে গিয়ে টেরাকোটা শিল্পের রঙে বিপ্লব আনেন তপনবাবু। এরপর ২০০৩ সাল থেকে শুধুমাত্র কোলাজ ছবিতেই মনোনিবেশ করেন তপনবাবু। একটা সময় যে চোখ রং খুঁজে বেড়াতে মাটির উনুনে,

আজ সেই চোখে রং খুঁজে বেড়ায় কাগজে কাগজে। কোলাজ তৈরি করতে সময় লাগে প্রায় তিন মাস। সেই তিন মাসে দিনে প্রায় ১৫ থেকে ১৬ ঘণ্টা পরিশ্রম করতে লাগে এই কলেজে। এই কোলাজ তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক স্তরে কলানিধি পুরস্কার। পাশাপাশি রাজস্থান সরকারের তরফ থেকে মিলেছে “RUDA” পুরস্কার, কেন্দ্রীয় সরকারের M. C. P. রাজ্য সরকারের STATE AWARD ছাড়াও একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি তার এই শিল্পের জন্য। আগামী দিনে এই চিত্রকলা বিশ্বের দরবারে পৌঁছে দিতে তিনি অগ্রণী ভূমিকা নেবেন বলেই জানান তপনবাবু।