এই মুহূর্তে কলকাতা

পেট্রোল , ডিজেলের মূল্যবৃদ্ধি স্বত্বেও রাজপথে নেমেছে সরকারি বাস , দাবি পরিবহন মন্ত্রীর।

কলকাতা, ৩ জুলাই:- ডিজেল, পেট্রোলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সত্যেও সরকারি বাস পথে নেমেছে বলে রাজ্যের পরিবহন মন্ত্রী তথা কোলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। পুর ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম বলেন, কেন্দ্র এভাবে জ্বালানির দাম অস্বাভাবিক ভাবে বাড়িয়ে গোটা দেশকে সংকটের মুখে ফেলেছে। এদিকে, পয়লা জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে গণ পরিবহন চালু করার কথা রাজ্য সরকার ঘোষণা করলেও পথেবেসরকারি বাস তেমনভাবে নজরে পড়ছেনা।

বেসরকারি বাস বেশী করে পথে নামানোর জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার বেসরকারি বাস মালিক সংগঠনগুলির কাছে আবেদন জানিয়েছে বলে তিনি জানান। বেসরকারি বাস মালিক দের সমস্যা বিবেচনা করা হবে বলেও তিনি জানিয়েছেন। বাস মালিক সংগঠন সেই অনুরোধ খারিজ করল সরকার পরিবহন সচল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে ফিরহাদ হাকিম জনিয়েছেন। আগামী সোমবার দুপুরে কোলকাতায় বেসরকারি বাস মালিক সংগঠন গুলির সঙ্গে রাজ্য পরিবহণ দপ্তর এক বৈঠক ডেকেছে বলে ফিরহাদ হাকিম জনিয়েছেন।