হাওড়া, ১ জুলাই:- আজ ১ জুলাই ‘ডক্টরস ডে’ উপলক্ষে হাওড়া পৌরনিগমের প্রশাসক মন্ডলীর নির্দেশে পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডাঃ শীতল চন্দ্র ঘোষ ল্যাবরেটরীতে (পূর্বতন থ্যালাসেমিয়া হাসপাতাল) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে হাওড়া পৌরনিগমের সকল চিকিৎসক আধিকারিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অরূপ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নন্দিতা চৌধুরী, পুর প্রশাসকমন্ডলীর সদস্য ভাস্কর ভট্টাচার্য্য, হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা।
উল্লেখ্য, ডাঃ শীতল চন্দ্র ঘোষ ল্যাবরেটরীস্থিত অত্যাধুনিক HPLC Variant II যন্ত্র যার দ্বারা আধুনিক পদ্ধতিতে (High Performance Liquid Chromatography) থ্যালাসেমিয়া রোগ নির্ণয় করা সম্ভব। বেসরকারী ক্ষেত্রে এই পদ্ধতিতে থ্যালাসেমিয়া রোগ নির্ণয় করতে আনুমানিক খরচ ১২০০-১৫০০/-। পৌরনিগম এই পরীক্ষা দুঃস্থ, অবহেলিত (যেমন বস্তিতে বসবাসকারী, হোম বা সংশোধনাগরে বসবাসকারী) অবিবাহিত যুবক যুবতীদের জন্য বিনামূল্যে করবে। সাধারণ মানুষ এই পরীক্ষা সামান্য মূল্যে (৩০০/- প্রতি পরীক্ষা) করাতে পারবেন। এছাড়াও এই ল্যাবরেটরীতে অবস্থিত অন্যান্য যন্ত্রপাতির আধুনিকীকরণের মাধ্যমে থ্যালাসেমিয়া রোগীদের ও সাধারণ মানুষকে সুলভে অন্যান্য পরিষেবা আগামী দিনে দেওয়া হবে বলে জানা গেছে।