এই মুহূর্তে জেলা

অজানা রোগের আক্রান্তে মরছে কুকুর, আতঙ্কিত শ্রীরামপুরবাসী।

হুগলি, ২৯ জুন:- বেশ কয়েক মাস ধরে গোটা শ্রীরামপুর জুরে কোনো একটি অজানা রোগে মারা গেছে বেশ কয়েকশো পথের কুকুর, আর এর জেরেই রিতীমতো আতঙ্ক ছরিয়েছে সাধারন মানুষের মধ্যে। এলাকাবাসীদের বক্তব্য কুকুরগুলির প্রথমে কোমরের জায়গা থেকে অবস হতে শুরু করে, এরপরে গোটা শরীর নিয়ে আর উঠতে পারে না। মুখ থেকে ক্রমশ লালা বের হতে হতে দু এক দিনের মধ্যেই মারা যাচ্ছে কুকুরগুলি। শ্রীরামপুর বটতলা এলাকাতেও বেশ কয়েকদিনে মারা গেলো বেশ কয়েকটি কুকুর, এ ছাড়াও শ্রীরামপুরে ঢুলি পাড়া, জে এন লাহীড়ি রোড সহ একাধিক এলাকায় এই রকম অজানা রোগে মারা যাচ্ছে কুকুর। একাবাসীরা অবিলম্বে সরকারি হস্তক্ষেপ দাবী করে বলছে অবিলম্বে রোগাক্রান্ত কুকুর গুলিকে চিকিৎসার ব্যাবস্থা করতে হবে। রোগের কারন খতিয়ে দেখতে হবে।