আরামবাগ, ২৯ জুন:- বর্ষা আসতেই হুগলির আরামবাগ ব্লকের ফেরিঘাটগুলির উন্নয়নে ও এলাকার মানুষের স্বার্থে নিয়ম মেনে ডাক হয়ে গেলো। এদিন আরামবাগ বিডিও অফিসে এই ফেরিঘাটের ডাক হয়। ব্লক প্রশাান সুত্রে জানা গিয়েছে, সরকারি নিয়ম মেনে যারা নদীর ফেরিঘাট গুলি ডাকবেন তারা নিদিষ্ট টাকা জমা দিয়ে ডাকে অংশ গ্রহন করে। এদিন মোট চারটি ফেরিঘাটের ডাক হয়। এগুলি হলো সালেপুর এক নম্বর অঞ্চলের জুগিদহ সদর ঘাট, বসন্তবাটি হাঁড়িগেড়ে ফেরিঘাট,মলয়পুর দুই নম্বর অঞ্চলের কেশবপুর ও চকবেসে ফেরঘাট।
প্রশাসন সুত্রে জানা গিয়েছে গত বছরে জুগিদহ সদর ঘাটে ছয় লক্ষ তেত্রিশ হাজার, বসন্তবাটি হাঁড়ি গেড়ের ডাক ছিলো ছিয়াত্তর হাজার, মলয়পুরের কেশবপুর ফেরিঘাটে দুই লক্ষ টাকা, মলয়পুর চকবেসে এক লক্ষ কুড়ি হাজার টাকা ডাক ছিলো। এই বছর পাঁচ শতাংশ হারে বৃদ্ধি করে ডাক হচ্ছে বলে জানা গেছে। এই বিষয়ে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুনোধর খাঁড়া জানান, নিয়ম মেনেই ডাক হয়েছে। আমাদের আরামবাগ ব্লকের যে কটি নৌকা ঘাট ডাক হচ্ছে তা স্বচ্ছতা মেনে হচ্ছে। এদিন এই ফেরিঘাটের ডাকে উপস্থিত ছিলেন আরামবাগের বিডিও কৌশিক ব্যানার্জী, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুনোধর খাঁড়া, কর্মাধক্ষ্য শুনিল সামন্ত, জগন্নাথ দাস ও আরামবাগ থানার একজন পুলিশ আধিকারিকসহ অন্যান্যরা।