এই মুহূর্তে জেলা

দিল্লীর নির্দেশে আইএসএফ এর সঙ্গে জোট হয়েছে , তাই দিল্লী না বলা পর্যন্ত জোট থাকবে মান্নান।

হুগলি, ২৭ জুন:- অধীরের বিপরীত মেরুতে মান্নান। অধীর বলেছিলেন আইএসএফ এর সঙ্গে কোনো জোট ছিলো না আগামী দিনেও থাকবে না। মান্নান বললেন জোট ছিল আছে। দিল্লীর নির্দেশে জোট হয়েছিলো। দিল্লীর নির্দেশে জোট হয়েছে তাই দিল্লী না বলা পর্যন্ত জোট থাকবে, আইএসএফ সুপ্রিমো আব্বাসউদ্দীন সিদ্দিকি ও চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকির সঙ্গে বৈঠকের পর বললেন আব্দুল মান্নান। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, আইএসএফ এর সঙ্গে কংগ্রেসের কোনোদিন জোট হয়নি, আগামী দিনেও হবে না। নির্বাচনে ভরাডুবির পর বাম কং আইএসএফ জোট যখন প্রশ্নের মুখে পড়ে ঠিক তখনই অধীর চৌধুরীর এই ধরনের বক্তব্যের বিরোধীতা করে আইএসএফ চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি।

জোট প্রক্রিয়া নিয়ে যখন বৈঠক চলছিল তখন আব্দুল মান্নান প্রদীপ ভট্টাচার্যরা একাধিকবার বৈঠক করেন আইএসএফ এর সঙ্গে। নির্বাচনী সভাতেও এক সঙ্গে প্রচার করেন তারা। ভাঙর সহ বিভিন্ন জায়গায় নির্বাচন পরবর্তি হিংসার স্বীকার আইএসএফ কর্মিরা। ভোট মেটার পর এই প্রথম কংগ্রেসের কোনো নেতা ফুরফুরায় এলেন। আজ বিকালে ফুরফুরায় আব্বাসউদ্দিন সিদ্দিকি নৌসাদ সিদ্দিকির সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। প্রায় ঘন্টা খানেকের বৈঠক শেষে মান্নান বলেন, আমাকে বলেছিল আব্বাসের সঙ্গে কথা বলতে সেদিন আমি ছিলাম না, অধীর বাবু এসে ফুরফুরা ঘুরে গিয়েছিলেন। দিল্লি ডেটলাইন দিয়েছিল আঁতাত করার ব্যাপারে। দিল্লী যদি সেই জোট ভেঙে দেয় তাহলে দিল্লী আমাকে জানিয়ে দেবে। আমি কারো কথায় চলি নাকি। আমি কংগ্রেসের বর্ষিয়ান নেতা।