হাওড়া, ২৫ জুন:- লোকাল ট্রেন চালু নিয়ে হাওড়ার ডিআরএমের সঙ্গে বৈঠক করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বললেন ট্রেন চালানোর ব্যাপারে রেল কতৃপক্ষ প্রস্তুত রয়েছে। রাজ্য সরকার চাইলেই লোকাল ট্রেন পরিষেবা শুরু করা সম্ভব। রেল যেহেতু কেন্দ্রের অধীন তাই ইচ্ছে করেই লোকাল ট্রেন চালু করতে সম্মতি দিচ্ছে না রাজ্য সরকার। এমনই অভিযোগ লকেটের। উল্লেখ্য, এর আগে গত বছর অক্টোবরে পুজোর আগে লোকাল চালুর দাবি তুলেছিলেন লকেট। হাওড়ার ডিআরএমের সঙ্গে বৈঠকে লোকাল ট্রেন চালুর দাবি তুলেছিলেন তিনি। এদিন শুক্রবার দুপুরে হাওড়ার ডিআরএমের সঙ্গে ফের বৈঠক করে গেলেন বিজেপি সাংসদ লকেট। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, রুটিরুজির স্বার্থে মানুষকে অতিরিক্ত খরচ বহন করে কাজে যেতে হচ্ছে। তাতে মানুষ কে অসুবিধায় পড়তে হচ্ছে। তিনি আরও বলেন, করোনার তৃতীয় ঢেউ নিয়েও যখন চর্চা চলছে, সেসময়ে তিনি উপনির্বাচন চাইছেন অথচ লোকাল ট্রেন চালানোর বিষয়ে রাজ্য সরকার কোভিড সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছেন। আসলে যেহেতু রেল কেন্দ্রীয় সরকারের অধিনে, তাই সেই সরকারকে মানুষের কাছে ছোট করার জন্য এবং মানুষকে বোঝানোর জন্য সরকার কোভিড সংক্রমণ ছড়ানোর কথা তুলছেন।
Related Articles
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাঙায় নৌকা নিয়ে প্রতিবাদ অদিতি মুন্সীর।
বিধান নগর, ১১ জুলাই:- আজ পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তর 24 পরগনা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী এবং রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতি অদিতি মুন্সির উদ্যোগে বাগুইআটি ভিআইপি রোড সংলগ্ন সাবওয়ের সামনে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। এ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি এবং স্থানীয় বিধায়ক শ্রীমতি অদিতি মুন্সি। সহ রাজারহাট […]
অভিষেকের হাওড়ার জনজোয়ার কর্মসূচিতে বিজেপি’র তদারকি।
হাওড়া, ২ মে:- অভিষেকের হাওড়ার জনজোয়ার কর্মসূচিতে বিজেপি’র তদারকি? এমনই উলটপুরানের ছবি দেখা গেল হাওড়ার জগৎবল্লভপুর ব্লকে। রাজ্যে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক রেষারেষির মধ্যেই দেখা গেল এমন উলট পুরান। হাওড়ার ডোমজুড় ব্লক ও জগৎবলভপুর বিধানসভা এলাকার আজাদ কলেজের মাঠে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের জনজোয়ার কর্মসূচি প্রস্তুতির তদারকি […]
বিধানসভার অধিবেশনের শেষ দিনে রাজ্যপাল নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা, ২৪ জুন:- বিধানসভার চলতি অধিবেশনে রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও পরিদর্শক পদ থেকে রাজ্যপালকে সরিয়ে দিতে বিল পাশ হয়েছে।ভূমি ও কর ট্রাইব্যুনালে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা ছাঁটতেও উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তবে ব্যাক্তিগত ভাবে রাজ্যপালের সঙ্গে সরকারের কোনোও বিরোধ নেই। বিধানসভা অধিবেশনের শেষ দিনে ধন্যবাদ জ্ঞাপন পর্বে রাজ্যপাল নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন […]