এই মুহূর্তে জেলা

সদ্যোজাতের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা চুঁচুড়া হাসপাতালে!

সুদীপ দাস, ২৪ জুন:- এক সদ্যোজাতের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে। ঘটনায় হাসপাতাল সুপারের ঘরের সামনে বিক্ষোভে ফেটে পরেন রুগীর আত্মীয়-পরিজনেরা। পরে চুঁচুড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার সঠিক তদন্তের দাবীতে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করে রুগীর পরিবার। পুলিশ সূত্রে খবর, চন্দননগর মানকুন্ডুর গৃহবধু সোমা পাল (২৫) বুধবার বিকেলে প্রসব যন্ত্রনা নিয়ে চুঁচুড়া হাসপাতালে ভর্তি হয়। সোমার পরিবারের বক্তব্য সেসময় চিকিৎসক জানিয়েছিলেন অস্ত্রোপচার ছাড়াই সদ্যোজাত ভূমিষ্ঠ হবে। কিন্তু বৃহস্পতিবার হঠাৎ করেই সোমার অস্ত্রোপচার করাতে হবে বলে জানায় চিকিৎসক। সেইমত এদিন বেলার দিকে তাঁকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়।

কিছুক্ষন পর পরিবারকে জানানো হয় সোমা কন্যা সন্তান জন্ম দিলেও ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষন পর শিশুটি মারা গেছে। আর সোমারও অবস্থা আশঙ্কাজনক। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে সোমার পরিবারের লোকেরা। তাঁরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল সুপারের ঘরের সামনে ব্যাপক বিক্ষোভ দেখায়। খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপেই পরিস্থিতি শান্ত হয়। এদিন ঘটনার সঠিক তদন্তের দাবীতে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করে সোমার পরিবার। এদিকে সোমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালের আইসিসিইউতে ভর্তি করা হয়েছে। এবিষয়ে সোমার পরিবারের লোকেদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে হাসপাতাল সুপার উজ্জ্বলেন্দু বিকাশ মন্ডল বলেন একটি অভিযোগ হয়েছে। কর্তব্যরত চিকিৎসক আত্মপক্ষ সমর্থন করে কথা বলতে পারেন। তাই ওই সদ্যোজাতের ময়নাতদন্তের প্রয়োজন। ময়নাতদন্তের রিপোর্টে শিশুটির মৃত্যুর জন্য কোনরকম গাফিলতি থাকলে পুলিশ ব্যাবস্থা নেবে।