এই মুহূর্তে কলকাতা

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য।

কলকাতা, ২২ জুন:- রাজ্য সরকার করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় পদক্ষেপ নিতে দশ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার অজয় চক্রবর্তীর নেতৃত্বে বিসি রায় শিশু হাসপাতাল, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, এসএসকেএম হাসপাতালে মোট ছয় জন চিকিৎসক এই কমিটিতে রয়েছেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। নিয়মিত বৈঠক করার পাশাপাশি বিভিন্ন হাসপাতাল পরিদর্শন এবং পরিকাঠামোর উন্নতি নিয়ে এই কমিটি রাজ্য সরকারকে পরামর্শ দেবে বলে সূত্রের খবর। করোনার দ্বিতীয় ঢেউতে রাজ্যে বিপর্যয় চোখে দেখা গিয়েছে। সারি সারি দেহ ও করোনায় ২০ হাজার আক্রান্তে স্বাস্থ্য পরিকাঠামো প্রায় ভেঙে পড়ার মত হয়েছিল। ছিল না বেড, আকাল ছিল অক্সিজেনের। তার উপর কেন্দ্রের উদাসিনতায় পর্যাপ্ত ভ্যাকসিন, জীবনদায়ী ওষুধ আসছিল না রাজ্যে। যদিও তখন বঙ্গে ভোট পরিস্থিতি। তাই নিয়ন্ত্রণ করতে সময় লাগলেও ক্ষতি করে দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। তাই এবার আগাম সাবধান হয়েই রাস্তায় নামছে রাজ্য সরকার।

কিছুদিন আগেই এইমস প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, ছয়-আট সপ্তাহের মধ্যেই দেশে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ। আর এতে সবচেয়ে বেশি আক্রান্ত হবেন শিশুরা, তাই বাড়তি সতর্কতা নিয়ে আগাম প্রস্তুতি নিচ্ছে রাজ্যের স্বাস্থ্য ভবন। জানা গিয়েছে রাজ্যে করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় ১০ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। কী করা উচিত? কোন কোন দিকে নজর দেওয়া উচিত সব ঠিক করতে এবং পরিস্থিতি অনুযায়ী রাজ্যকে পরামর্শ দিতে বলা হয়েছে এই কমিটিকে। এই কমিটিতে মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, সংক্রামক রোগ বিশেষজ্ঞ, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, শিশুরোগ বিশেষজ্ঞ সহ বিভিন্ন ধরনের চিকিৎসকরা আছেন। পিজি হাসপাতালেরই ছয় অধ্যাপক রয়েছেন কমিটিতে, এমনটাই জানা গিয়েছে স্বাস্থ্য ভবন সূত্রে। কমিটি গঠনের চিঠির উপরে লেখা কোভিড নাইনটিন/ আর্জেন্ট দেখেই বোঝা যায় রাজ্য সরকার তৃতীয় ঢেউকে কতটা গুরুত্ব দিচ্ছে। দেশে তৃতীয় ঢেউ আসবেই। দিল্লি সহ একাধিক রাজ্য ইতিমধ্যেই পর্যাপ্ত পরিকল্পনা নিয়ে ফেলেছে। পশ্চিমবঙ্গও তৈরি, তাই আরও একটু বেশি সতর্ক থাকতে আগাম বিশেষজ্ঞ কমিটি গড়ে গোড়া থেকেই করোনার তৃতীয় ঢেউকে মাথাচাড়া না দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।