এই মুহূর্তে কলকাতা

প্রান্তিক মানুষদের জন্য ‌বাংলা সহায়তা কেন্দ্রকে আরও শক্তিশালী করতে চাইছে রাজ্য সরকার।

কলকাতা , ১৯ জুন:- সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন সরকারের বিভিন্ন পরিষেবা পেতে গেলে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষরা সবসময় সব তথ্য ঠিক মতো জানতে পারেন না। অনলাইন সম্পর্কে তাঁদের অনেকেরই সম্যক ধারণা নেই। তাই বাংলা সহায়তা কেন্দ্রকে আরও বেশি করে মানুষের কাছে পৌছে দিতে চাইছে প্রশাসন। এই কেন্দ্রে এলে অনলাইনে যে কোনও প্রকল্পের সুবিধা পেতে আবেদন করা যাবে বিনামূল্যে। গত শুক্রবার মুখ্যসচিব এইচ কে দ্বিবেদি এই বিষয়ে প্রশাসনিক শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট সহ সরকারের বিভিন্ন নতুন প্রকল্প সম্পর্কে এই কেন্দ্রগুলিকে জানানো হবে। এ বিষয়ে সহায়ক সহায়িকাদের প্রশিক্ষণ দেওয়া হবে। ২০২০ সালের অক্টোবহর মাস থেকে এখনও পর্যন্ত সারা রাজ্যে ৩ হাজার ৪১৬ টি সহায়তা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এই সব কেন্দ্রগুলি থেকে ১১ লক্ষ মানুষ বিভিন্ন পরিষেবা পেয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে গত বছর অক্টোবর মাসে গ্রাম বাংলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র, গ্রন্থাগার ও ব্লক অফিসে এই কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। যাতে সহজে মানুষ এই কেন্দ্রে পৌছতে পারেন।