এই মুহূর্তে জেলা

বিষ কাটাতে গেলে বিষপ্রয়োগ করতে হবে, বেআইনি দোকান ভেঙে দিন, নিদান বিধায়কের!


সুদীপ দাস, ১৬ জুন:- একটানা বৃষ্টিতে নাভিশ্বাস চুঁচুড়াবাসীর। চুঁচুড়ার বিভিন্ন ওয়ার্ডে জমেছে জল। জল-যন্ত্রনা নিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারন মানুষকে। ৩য় বার বিধায়ক হওয়ার পরই চুঁচুড়াবাসীকে জল-যন্ত্রনা থেকে মুক্তি দিতে কোমর বেঁধে নেমেছেন স্থানীয় বিধায়ক। ইতিমধ্যে চুঁচুড়া পুরনো হাসপাতাল রোডে নর্দমার উপরে থাকা পুরনো দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার সকালে চুঁচুড়ার ৩ নম্বর ওয়ার্ডে কেওটা মিলিটারি কলোনির বাসিন্দারা এলাকায় জল জমার প্রতিবাদে জিটি রোড অবরোধে সামিল হয়। বেশকিছুক্ষন অবরোধ করার পর ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ গিয়ে অবরোধকারীদের হঠিয়ে দেয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই ওয়ার্ডের দ্বায়িত্তপ্রাপ্ত পৌর কো-অর্ডিনেটর পার্থ সাহাকে ফোন করা হলেও তিনি আসেননি। পাশাপাশি বিধায়কও তাঁদের কথায় সাড়া দেয়নি। এবিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন নর্দমার উপর বেআইনি দোকান করায় ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে। জল যাবে কোথা থেকে? যখন সেখানে বেআইনি দোকানগুলি হলো তখন সেখানকার মানুষ বাঁধা দিলো না। কিন্তু এখন তাঁরা অবরোধ করছে। আমি তাই বলেছি বিষ কাটাতে গেলে বিষপ্রয়োগ করতে হবে! আগে অবৈধ দোকানগুলি সেখানকার মানুষ ভাঙুক, তারপর আমি যাবো!