এই মুহূর্তে কলকাতা

এবার থেকে সম্পূর্ণ অনলাইনে বালি খাদান গুলি নিলাম করবে রাজ্য সরকার।

কলকাতা , ১৫ সেপ্টেম্বর:- বেআইনি বালি পাচারের কারণে পরিবেশ ও রাজস্ব ক্ষতি আটকাতে রাজ্য সরকারের নতুন নীতি অনুযায়ী বালি খাদান পরিচালনার নতুন ব্যবস্থাপনা তৈরীর কাজ সম্পন্ন। নবান্নে আজ রাজ্যের নবগঠিত ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের বৈঠকের পর মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন। তিনি বলেন, অক্টোবর মাস থেকে নতুন নীতি অনুযায়ী বালি তোলার কাজ শুরু হবে। মুখ্য সচিব জানিয়েছেন পুরো প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে। সম্পূর্ণ অনলাইনে বালি খাদান গুলি নিলাম করবে রাজ্য সরকার। খাদান থেকে তোলা বালি বিক্রি করার ব্যবস্থাও করা হবে মাইন অ্যান্ড মিনারেল কর্পোরেশনের মাধ্যমে। অনলাইন আবেদনের মাধ্যমে বাছাই করা সংস্থা শুধুমাত্র বালি তোলার কাজে সহায়তা করবে। বালি পাচার আটকাতে প্রত্যেকটি বালি বহনকারী ট্রাকে জিপিএস লাগানো হবে। এই সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য একটি ২৪ ঘন্টার হেলপ্লাইন খোলা হচ্ছে বলে তিনি জানান।পাশাপাশি ব্ল্যাক স্টোনের অবৈধ খনন আটকাতেও অনুরূপ ব্যবস্থাপনা তৈরির ব্যাপারে এই দিনের বৈঠকে আলোচনা হয়েছে।