কলকাতা , ১৪ জুন:- পশু-পাখিদের ছোটখাটো অসুখের চিকিৎসার জন্য আলিপুর চিড়িয়াখানার ভিতরে একটি ছোট পশু হাসপাতাল তৈরি করা হবে। রাজ্যের নতুন বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আজ আলিপুর চিড়িয়াখানা পরিদর্শন করেন।সেখানে গিয়েই তিনি একথা জানিয়েছেন। তিনি বলেন, বনদপ্তরের তরফে চিড়িয়াখানার আধুনিকীকরণের অঙ্গ হিসেবে এই মিনি হাসপাতাল তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছিল।সেই প্রস্তাব গ্রহণ করে হাসপাতাল তৈরি করার জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিত করা হয়েছে।
চিড়িয়াখানার আধুনিকীকরণের প্রথম ধাপে এই হাসপাতাল তৈরির কাজ শুরু হবে। পাশাপাশি আধুনিকীকরণের অঙ্গ হিসাবে সমস্ত পশুপাখিদের খাঁচা গুলিতে অত্যাধুনিক জাল লাগানো হবে। যাতে সেই জাল কেটে কেউ ঢুকতে না পারে। পাশাপাশি পশু পাখি চুরি যাওয়ার ঘটনা আটকাতে সিসিটিভি ক্যামেরায় পুরো চিড়িয়াখানা চত্বর মুড়ে ফেলা হবে বলে জানিয়েছেন।একই সঙ্গে তিনি জানিয়েছেন সুন্দরবন থেকে আরো বাঘ আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে। সব বয়সের মানুষের কাছে চিড়িয়াখানা কে আরও আকর্ষণীয় করে তোলার জন্য সব রকম পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। বনমন্ত্রী আজ দফতরের আধিকারিক এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। চিড়িয়াখানার আধুনিকীকরণে বিভিন্ন পদক্ষেপ নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে।