এই মুহূর্তে জেলা

হাওড়ায় স্কুলের খোলা মাঠেই সরকারি নির্দেশ মেনে চলছে ক্লাস।

হাওড়া, ৯ ফেব্রুয়ারি:- গত সোমবার থেকে সরকারি ঘোষণা মেনে সারা রাজ্যের সঙ্গে পাড়ায় শিক্ষালয় প্রকল্প শুরু হয়েছে হাওড়াতেও। প্রথম দিন থেকেই এর সাড়া মিলেছে বলে দাবি করেছে স্কুল শিক্ষা দফতর। সরকারি নির্দেশ মেনে হাওড়ার বালিটিকুরি মুক্তারাম দে হাই স্কুলের (উচ্চ মাধ্যমিক) মাঠে পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের জন্য ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। ছাত্ররাও খুশি এরকম পরিবেশে। এতদিন কোভিড পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের পড়াশোনায় বিঘ্ন ঘটেছে। এই পরিস্থিতিতে সারা রাজ্যে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয় কর্মসূচি। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় পঠনপাঠন অনলাইনেই চলছিল। কিন্তু, তা সত্বেও প্রাথমিক স্তরের পড়ুয়ারা অনলাইনে পড়াশোনার সঙ্গে মানিয়ে নিতে পারছে তা নিয়ে আশঙ্কা ছিল। একদিকে দীর্ঘদিন স্কুল বন্ধ, অন্যদিকে অনলাইন পড়াশোনার ক্ষেত্রে একাধিক সমস্যার কথা মাথায় রেখেই এই পাড়ায় শিক্ষালয় প্রকল্প নিয়েছে রাজ্য সরকার।