এই মুহূর্তে জেলা

স্বর্ন ব্যবসায়ী খুনে মুল অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি বেশ কিছু সামগ্রী উদ্ধার করল পুলিশ।

আরামবাগ , ১২ জুন:- স্বর্ন ব্যবসায়ী খুন কান্ডের দ্রুত কিনারা করলো হুগলি জেলার খানাকুল থানার পুলিশ। মুল অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি এই ঘটনায় ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ২৫ গ্রাম সোনা, ধারালো অস্ত্র, মোবাইল ফোন সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করল পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, গত ৫ জুন শনিবার সন্ধ্যায় খানাকুলের তিলকচকে নিজের দোকানেই খুন হন স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী সুমিত মন্ডল(৪২)। ঘটনার খবর পেয়েই এলাকায় হাজির হয় খানাকুল থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত নেমেই ঘটনার দুই দিন পর গভীর রাতে মূল অভিযুক্ত সেখ জাহিদুল মল্লিক ওরফে কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

তার বাড়ি খানাকুলের পোল গ্রামে। তাকে আরামবাগ আদালতে তোলা হলে আদালত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। পুলিশি হেফাজতে পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পুরো ঘটনা। এদিকে মাত্র পাঁচদিনের মধ্যে খুনের কিনারা হওয়ায় স্বভাবতই খুশি মৃতের পরিবারের লোকজন। তবে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছে মৃতের পরিবার। আরামবাগের এস ডিপিও অভিষেক মন্ডল জানিয়েছেন, খুনের কিনারা হয়েছে৷ উদ্ধার হয়েছে বেশ কিছু সোনার গহনা,কাঠারি,মোবাইল ফোন একটি মোটর বাইক। সবমিলিয়ে খানাকুলের স্বর্ন ব্যবসায়ী খুন কান্ডের কিনারা হওয়ায় মৃতের পরিবারের লোকজন দ্রুত কঠোর শাস্তির দাবি তুলেছেন।