আরামবাগ , ১২ জুন:- ডেঙ্গু নিয়ে সচেতনতা শিবির ও প্রশিক্ষণ শিবির আরামবাগ পৌরসভায়।এদিন আরামবাগ পৌরসভায় স্বাস্থ্য বিভাগের কর্মী ও সাফাই বিভাগের কর্মীদের নিয়ে এদিন প্রশিক্ষণ শিবির হয়। উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী ও চিকিৎসক থেকে শুরু করে সাফাই ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। জানা গিয়েছে, রাজ্যে বর্ষা আসার বার্তা আসার সঙ্গে সঙ্গেই পৌরসভাগুলি ডেঙ্গু প্রতিরোধে তৎপর হয়ে ওঠে।এদিন এই জন্য আরামবাগ পৌরসভা ডেঙ্গু প্রতিরোধে প্রশিক্ষণ শিবির ও সচেতনতা শিবিরের আয়োজন করে।
এই বিষয়ে আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী জানান, প্রতি বছরের মতো এই বছরও আমরা ডেঙ্গু রোগ প্রতিরোধে তৎপর। করোনার পাশাপাশি ডেঙ্গু রোগ কিভাবে প্রতিরোধ করা যাবে এবং প্রত্যেক ওয়ার্ডে কিভাবে ঔষধ স্প্রে করা হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।এছাড়াও চিকিৎসক ও পৌরসভার আধিকারিকরা আছেন তারা ডেঙ্গু রোগ নিয়ে সচেতনতা করছেন।যাতে করে আরামবাগ পৌরসভা ডেঙ্গু মুক্ত হয় সেই বিষয়ে সব রখম ব্যবস্থা নেওয়া হচ্ছে।