এই মুহূর্তে জেলা

প্রাক বর্ষার মুহুর্তে দুর্ঘটনা থেকে মানুষকে সতর্ক করতে প্রচারে নামল সিইএসসি।

হাওড়া , ১০ জুন:- বর্ষার সময় বিদ্যুৎ ব্যবহারে সুরক্ষা সচেতনতা বৃদ্ধির জন্যে সিইএসসি-র পক্ষ থেকে প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে হাওড়ায়। বৃহস্পতিবার সকালে বালি, বেলুড়, লিলুয়ার জনবহুল অঞ্চল এবং বালি বাজারে CESC এর তরফ থেকে এই নিয়ে মাইকিং করে প্রচার করা হয়। বর্ষার সময় কীভাবে বিদ্যুৎ ব্যবহার করতে হবে, সুরক্ষিত থাকতে গেলে কী কী বিধিনিষেধ মেনে চলতে হবে, ঘর জলমগ্ন হয়ে গেলে বিদ্যুৎ ব্যবহার থেকে কী কী সতর্কতা মেনে চলতে হবে এমন বহু নিয়ম সম্পর্কে বিদ্যুৎ গ্রাহকদের সচেতন করা হয়। রাস্তায় বর্ষার জমা জল থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা যাতে না ঘটে, এছাড়া বর্ষাকালে কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত সে নিয়েও এদিন সিইএসসির তরফ থেকে সকলকে অবগত করা হয়। প্রচার গাড়ি নিয়ে এদিন সিইএসসি কর্মীরা বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার করেন।

সিইএসসির এই প্রচার সম্পর্কে এক গ্রাহক অমিত কুমার গোস্বামী বলেন, সিইএসসির এই প্রচেষ্টা মহৎ। বহু জায়গা আছে বর্ষাকালে জলমগ্ন হয়। ভিজে জায়গায় পা দিয়ে সুইচে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হতে পারে। বিদ্যুৎ যখন চমকায় তখন বিদ্যুৎ প্রভাবিত করে মানুষকে আঘাত করতে পারে। সিএসসির এই উদ্যোগ অত্যন্ত ভালো। এতে মানুষের সুবিধা হবে। এদিনের প্রচার সম্পর্কে সিইএসসি’র তরফে গৌতম মেটিয়া জানান, সামনে ষাঁড়াষাঁড়ি বান আসছে। এতে জলপ্লাবন হতে পারে। এই জলপ্লাবন হলে বিদ্যুতের ব্যবহারের ব্যাপারে মানুষকে সতর্ক থাকতে হবে। এছাড়াও বর্ষার সময়ে সতর্কবার্তা দিতেই তাদের এই প্রচার। তাঁরা হাওড়ার সিইএসসি এলাকায় এই প্রচার করছেন যেসব জায়গায় বেশি জল ওঠে বা ঝড় বেশি হয় সেই সকল জায়গায় প্রচার করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে। মানুষ শুনছেন তাঁদের সতর্কবার্তা। প্রধানত দুর্ঘটনা থেকে যাতে সকলে রক্ষা পান সে ব্যাপারে সতর্ক করা হচ্ছে মানুষকে।