এই মুহূর্তে জেলা

হুগলিতে বজ্রাঘাতে নিহত পরিবারের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দোপাধ্যায়।

হুগলি , ১০ জুন:- গত সোমবার হুগলিতে বজ্রপাতে ১১ জন মানুষ মারা যান। সেই সমস্ত নিহত পরিবারকে সদস্যদের সঙ্গে দেখা করতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিহত পরিবারগুলির সদস্যা সদস্যদের সঙ্গে দেখা করলেন। এদিন হুগলির পোলবা নিহত কিরণ রায় এর বাড়িতে দুপুরে দেড়টা নাগাদ পৌঁছান অভিষেক বাবু। বজ্রপাতে নিহত কিরণ রায় পরিবারের সঙ্গে দেখা করেন। এই সময় অভিষেক বাবুকে দেখে তার দুটি ছোট ছোট মেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। তিনি তাদের সান্ত্বনা দিয়ে বলেন কোন চিন্তা করবে না সরকার আপনাদের পাশে আছেন।

এই সময় কিরণ রায়ের স্বামী অভিষেক ব্যানার্জি কে জানেন আমার এই দুটো দুটো বাচ্চা মেয়েকে মানুষ করার জন্য একটি চাকরির প্রয়োজন। সেই সময় অভিষেক বাবু তাদের আশ্বাস দেন এই ব্যাপারটা নিশ্চয়ই তারা দেখবেন। তবে এই বাচ্চা দুটির পড়াশোনার সমস্ত দায়-দায়িত্ব তৃণমূল দলের পক্ষ থেকে নেয়া হবে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। এই জেলার প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত এবং অসীমা পাত্র সেখান থেকে তারা রওনা হন। তারপর সেখান থেকে তিনি তারকেশ্বর এবং খানাকুলে গত সোমবার বজ্রপাতে যেসব মানুষ মারা গেছেন সেইসব মানুষদের সঙ্গে দেখা করতে আসেন।