এই মুহূর্তে জেলা

অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের পাশে পানিহাটি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব।


উত্তর ২৪ পরগনা, ৯ জুন:- ইস্টবেঙ্গল ক্লাবের সার্ধশতবর্ষে উপলক্ষে করোনাভাইরাস এর লকডাউন এর ফলে মানুষ যে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে সেই অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের হাতে এক বেলার খাবার তুলে দিল পানিহাটি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব। আজ দুপুরে বিবির বাগান মোড়ে বিটি রোডের উপর পথচলতি মানুষ রিস্কা চালক, ভ্যানচালক এদের সাথে যারা অর্থনৈতিক দিয়ে পিছিয়ে পড়া মানুষ সেই সমস্ত মানুষের হাতে গরম গরম রুটি, তরকারি, মিষ্টি, চাটনি এবং বিস্কুটের প্যাকেট তুলে দেওয়া হয়। পানিহাটি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের পক্ষে রানা মুখার্জী জানান ইস্টবেঙ্গল ক্লাব আজ দেখতে দেখতে ১০০ বছর পার করলো। ইস্টবেঙ্গল ক্লাব শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ থাকেনা সামাজিক দায়বদ্ধতা ও তারা পালন করে।

এই করোনা সময় মানুষ অর্থনৈতিক দিক দিয়ে সংকটে করছেন সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমে শুরু করা হয় ময়দানে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে তারপরে কলকাতার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে দাঁড়িয়ে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়েছে। এবার পানিহাটিতে ক্লাবের উদ্যোগে আমরা এই ক্ষুদ্র ব্যবস্থা করেছি। এই অঞ্চলের মানুষের সাহায্যের জন্য ক্লাবের পক্ষ থেকে আমাদের এই ভ্রাম্যমাণ গাড়িতে রুটি তৈরি করা হচ্ছে খাবার তৈরি করা হচ্ছে এবং সেখান থেকেই মানুষের হাতে খাবার তুলে দেওয়া হচ্ছে। আমরা পানিহাটি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের পক্ষ থেকে ক্লাব কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই এই উদ্যোগ গ্রহণ করার জন্য।