এই মুহূর্তে কলকাতা

বিধানসভার ৪১ টি স্থায়ী কমিটির মধ্যে ১০ টি কমিটি বিজেপিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কলকাতা , ৬ জুন:- রাজ্য সরকার বিধানসভার ৪১ টি স্থায়ী কমিটির মধ্যে ১০ টি কমিটি বিরোধী বিজেপি কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে পাবলিক একাউন্টস কমিটি ছাড়াও বাণিজ্য ও শিল্প এবং শ্রম সংক্রান্ত কমিটি রয়েছে। বিভিন্ন কমিটির চেয়ারম্যান কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই বিজেপি পরিষদীয় দলের কাছে নাম চেয়ে পাঠানো হয়েছে বলে বিধানসভা সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য বিধানসভায় মোট যে ৪১টি কমিটি রয়েছে তার মধ্যে ২৬ টি স্ট্যান্ডিং কমিটি এবং ১৫ টি বিধানসভার কমিটি। এবারে বিধানসভায় বিরোধীরা যে ৭৮ টি আসন পেয়েছে তার মধ্যে বিজেপি ৭৭ এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটি আসন রয়েছে। পরে বিজেপির দুই বিধায়ক পদত্যাগ করায় তাদের আসন সংখ্যা কমে হয়েছে ৭৫। এইদিকে গুরুত্বপূর্ণ পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান কে হবেন তা নিয়ে বিজেপির অন্দরে জল্পনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।