এই মুহূর্তে কলকাতা

সাংগঠনিক স্তরে বেশ কয়েকটি রদবদল , সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা , ৫ জুন:- তৃণমূল কংগ্রেস সাংগঠনিক স্তরে বেশ কয়েকটি রদবদল করেছে। দল নেত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ তৃণমূল ভবনে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সায়নী ঘোষ নতুন যুব সভানেত্রী হচ্ছেন। কুণাল ঘোষকে দলের রাজ্য সাধারণ সম্পাদক করা হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কে শ্রমিক সংগঠনের সভাপতি, কাকলি ঘোষ দস্তিদার কে সর্বভারতীয় মহিলা তৃণমূলের সভানেত্রী, পূর্ণেন্দু বসু কে ক্ষেতমজুর সংগঠনের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। মালা রায় কে বঙ্গ জননী শাখার সভাপতি, দোলা সেন কে সর্বভারতীয় সভানেত্রী করা হয়েছে।

রাজ চক্রবর্তীকে সাংস্কৃতিক সভাপতি এবং সায়ন্তিকা ব্যানার্জি কে রাজ্য সম্পাদক করা হয়েছে। এছাড়াও ৯ জেলার সভাপতি বদল করা হয়েছে। কোন মন্ত্রী গাড়িতে লাল বাতি ব্যবহার করতে পারবেন না বলে মমতা ব্যানার্জি আজকের বৈঠকে কড়া বার্তা দিয়েছেন। এছাড়াও কয়লা, বালি পাচার সহ কোন দুর্নীতিতে যেন কারও নাম না জড়িয়ে যায় সেদিকে নজর দেওয়ার কথাও বলেছেন দলনেত্রী। দলে এক পদ এক নেতা নীতি কার্যকর করার কথা বলেছেন তিনি। এই দিনের বৈঠকে সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস ছাড়াও ওয়ার্কিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।