এই মুহূর্তে জেলা

ট্যারেন্টুলার আতঙ্ক উলুবেড়িয়ার শ্যামপুর এলাকায়।

হাওড়া , ৩ মে:- ট্যারেন্টুলার আতঙ্ক উলুবেড়িয়ার শ্যামপুরের নাকোল গ্রাম পঞ্চায়েতের কাঁটাগাছি রায়দীঘী এলাকায়। এলাকার মানুষের অভিযোগ দিন ২০ আগে একটি কালো লোমশ মাকড়সার কামড়ে মৃত্যু হয়েছিল সেখ সাজিবুর রহমান নামের ২৭ বছরের এক যুবকের। তখন থেকেই আতঙ্কিত এলাকার লোকজন। আজ এলাকার একটি ভাঙা বাড়ি পরিস্কার করার সময় বেরিয়ে আসে ১০ থেকে ১২ টি এই ধরনের মাকড়সা। মাকড়াসা গুলোকে ধরে একটি কৌটোতে আটকে রেখে গ্রামবাসীরা খবর দেয় বন দফতরে। বন দফতরের লোকজন ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। গ্রামবাসীদের দাবি এই মাকড়সার কামড়ে এলাকার এক যুবকের মৃত্যুর পর থেকেই তারা আতঙ্কিত।

তারপরেও এই এলাকার বেশ কিছু জায়গায় এই ধরনের মাকড়সা দেখা গিয়েছে। আজ ভাঙা বাড়ি থেকে একসাথে এত গুলো মাকড়সা বেরোনোয়, তারা আরও আতঙ্কিত। খুব জরুরি কাজ না থাকলে সন্ধার পর কেউই বাড়ি থেকে বের হচ্ছে না। একান্ত‌ই বেরোতে হলে পা ঢাকা বুট পরেই বাইরে বেরোচ্ছেন। এলাকায় স্প্রে করা হচ্ছে কীটনাশক। বন দফতরের কর্মীরা জানিয়েছেন এটা ট্যারেন্টুলা কিনা সেটা এখন‌ই বলা যাবেনা। বন দফতরে নিয়ে যাওয়ার পরে পরীক্ষা করার পর জানা যাবে এটি কি ধরনের মাকড়সা। প্রশাসনের তরফ থেকে মানুষ কে আতঙ্কিত না হ‌ওয়ার আবেদন জানানো হচ্ছে।