এই মুহূর্তে কলকাতা

কলকাতা পুলিশে বড়সড় রদবদল করল রাজ্য সরকার।

কলকাতা , ৩১ মে:- রাজ্যের নতুন মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব নিয়োগের দিনেই রাজ্য ও কলকাতা পুলিশে বড়সড় রদবদল করল রাজ্য সরকার। একসঙ্গে ৫৫ পুলিশ আধিকারিকের দায়িত্বের অদলবদল ঘটানো হয়েছে। তার মধ্যে ৫২ জন আইপিএস ও তিন জন ডব্লিউবিপিএস ক্যাডারের। অফিসার অন কম্পালসারি ওয়েটিংয়ে থাকা মিরাজ খালিদ সহ বেশ কয়েকজনকে নয়া পদে পাঠানো হয়েছে। নয়া নির্দেশিকা অনুযায়ী, ডিআইজি প্রভিশনিংয়ের দায়িত্বে থাকা প্রবীণ ত্রিপাঠীকে মালদা রেঞ্জের ডিআইজি পদে পাঠানো হয়েছে। স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) ডিআইজি করা হয়েছে দীপ নারায়ণ গোস্বামীকে। ঝাড়গ্রামের নতুন পুলিশ সুপার হয়েছেন কলকাতা পুলিশের ডিসি (কমব্যাট) বিশ্বজি‍ৎ ঘোষ।নবান্ন থেকে জারি করা নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

কলকাতার নতুন জয়েন্ট সিপি (এসটিএফ) হচ্ছেন ভি সলোমন নেশাকুমার। বারাসাত রেঞ্জ ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়। ডিআইজি মালদহ প্রবীণ কুমার ত্রিপাঠি। উল্লেখ্য, প্রবীণ কুমারের বিরুদ্ধে কেন্দ্র বদলির নির্দেশ জারি হয়েছিল বিধানসভা নির্বাচনের আগে। কারণ, তাঁর এলাকায় হামলার মুখে পড়তে হয়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। সেই সময় তাঁর বদলি আটকে দেয় নবান্ন। এদিকে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি হলেন শ্যাম সিং। ইতিপূর্বে এই রেঞ্জের ডিআইজি ছিলেন কুণাল আগরওয়াল। ভোটের সময় তিনি করোনা আক্রান্ত ছিলেন। এমনকী, নন্দীগ্রামে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার সময়ও তাঁকে দেখা যায়নি বলে অভিযোগ উঠেছিল। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকেও গরহাজির ছিলেন তিনি। এবার সেই কুণাল আগরওয়ালকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাল নবান্ন। এদিকে দুর্নীতি দমন শাখার এসপি হলেন কোটেশ্বর রাও।