আরামবাগ , ৩০ মে:- হুগলি জেলার গোঘাটে তৃনমুলের ব্যাপক গোষ্ঠী দ্বন্দ্ব। আক্রান্ত গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতিরর সভাপতি মনোরঞ্জন পাল।অভিযোগ এদিন তৃনমুল নেতা মনোরঞ্জন পালের বাড়ি তৃনমুল ব্লক সভাপতি নারায়ন চন্দ্র পাঁজা মারধর ও ঠেলাঠেলি করে। পাশাপাশি তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, স্থানীয় তৃনমুল নেতা দেবাশীষ চ্যাটার্জীর নেতৃত্বে এই ঘটনা ঘটে। ঘটনার সুত্রপাত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একটা টাকা বরাদ্দ নিয়ে। এই বিষয়ে গোঘাটের এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পালের বক্তব্য আমাকে মারধর করা হয়।
বাইরে বেরুলে ওরা আমাকে খুন পযন্ত করে দিতে পারে।অথচ আমি মনোরঞ্জন পাল গোঘাটের বুকে মানুষের জন্য কাজ করার জন্য তৃনমুল দল করি। অপরদিকে গোঘাট এক ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি নারায়ন চন্দ্র পাঁজা বলেন, ওনার লোক পাঠিয়ে মারধর করার ঘটনা সম্পুর্ন মিথ্যা কথা।প্রমান দিতে হবে। যদি উনি প্রমান দিতে পারেন তাহলে আমি পার্টি ছেড়ে দেবো। ওনার বিরুদ্ধে অনাস্থা এসেছে। তাই এই সব বলছেন। কাউকে জোর করে অনাস্থা আনার জন্য বলা হয়নি।সকলেই সহমত হয়ে ওনার বিরুদ্ধে অনাস্থা এনেছেন। অন্যদিকে স্থানীয় তৃনমুল নেতা দেবাশীষ চ্যাটার্জী বলেন, মনোরঞ্জন পাল রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই সব করছে।ওনার জন্য স্বনির্ভর গোষ্ঠীর টাকা আটকে পড়ে আছে। সবমিলিয়ে গোঘাটে আবার তৃনমুলের গোষ্ঠী দ্বন্দ্বের জেড়ে রাজনৈতিক উত্তেজনার ছড়িয়ে পড়ে।