এই মুহূর্তে জেলা

বালিতেও কোভিড ভ্যাক্সিন দেওয়া শুরু হলো। হকার ভাইদের ভ্যাক্সিনে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

হাওড়া , ২৯ মে:- বালিতেও কোভিড ভ্যাক্সিন দেওয়া শুরু হলো। হকার ভাইদের ভ্যাক্সিনে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।এছাড়াও এদিন হাওড়া দীঘা বাসস্ট্যান্ডে ক্যাম্প করে পরিবহন কর্মীদেরও ভ্যাক্সিন দেওয়া হয়। শনিবার সকালে বালি বিধানসভা কেন্দ্র এলাকার বেলুড়ের বুড়িমা লজে ভ্যাক্সিনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বালির বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়। এলাকার হকার ভাইদের জন্য এদিন এই ভ্যাক্সিনের আয়োজন করা হয়। হাওড়া পুরনিগমের প্রশাসকমন্ডলীর সদস্য তথা প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বাস্থ্য ভাস্কর ভট্টাচার্য্য সহ অন্যান্যরা এই শিবিরে উপস্থিত ছিলেন। ভাস্কর ভট্টাচার্য বলেন, “বৃহস্পতিবার হাওড়ায় ৬টি ক্যাম্প করে পরিবহন কর্মীদের প্রায় ৩,৪৫৩ জনকে টিকাকরণ করা হয়েছে।

আজ শনিবার বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচটি কেন্দ্র থেকে ক্যাম্প করে ২ হাজার জনকে টিকাকরণ করানো হচ্ছে। এদের মধ্যে হকার ও পরিবহন কর্মীদের টিকা দেওয়া হচ্ছে। আমাদের টার্গেট আগামী এক থেকে দেড় মাসের মধ্যে হাওড়া পুর এলাকার সব মানুষকে ভ্যাক্সিনের আওতায় আনা। হাওড়া পুরনিগমের প্রশাসকমন্ডলী গঠিত হয়েছে। এরপর থেকেই প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অরূপ রায়, প্রশাসক মন্ডলীর সদস্যরা, পুর কমিশনার ধবল জৈন, পুরনিগমের স্বাস্থ্য দফতরের সহযোগিতায় কোভিড টিকাকরণের কাজ চলছে। এখন যারা সুপার স্প্রেডার যেমন পরিবহনকর্মী, হকার প্রভৃতি তাদের টিকা দেওয়ার জন্য হাওড়া পুরনিগমের পক্ষ থেকে ক্যাম্প করা হয়েছে। এছাড়াও পুরনিগমের পরিচালনাধীন আরবান প্রাইমারি হেলথ সেন্টারে টিকাকরণের কাজ চলছে। আগামী এক থেকে দু’মাসের মধ্যে হাওড়ায় সকলকেই করোনার প্রতিষেধক টিকা দিতে পারা যাবে।”