এই মুহূর্তে জেলা

দুয়ারে রেশন চালু না হলেও দুয়ারে মদ প্রকল্প চালু হয়ে গেছে এরাজ্যে – লকেট।

সুদীপ দাস , ২৯ মে:- ত্রানের রান্নায় হাত লাগালেন সাংসদ লকেট চ্যাটার্জী। শনিবার চুঁচুড়ার ৩ নম্বর গেটে বিজেপির হুগলি জেলা পার্টি অফিসে এসে কোভিড মহামারিতে সাধারনের বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার কাজ খতিয়ে দেখতে উপস্থিত হন সাংসদ। করোনা আবহে কড়া বিধিনিষেধের জেরে অনেকেই কাজ হারিয়েছেন। হুগলী লোকসভা কেন্দ্রের প্রায় ৩০টি জায়গায় সেরকম অসহায় পরিবারগুলির হাতে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা বিজেপি। ৩ দিনব্যাপী এই কর্মসুচিতেই চুঁচুড়ার জেলা অফিসে এলেন সাংসদ। সেখানে এসে তিনি রান্নার কাজে হাত লাগান। তিনি বলেন রাজ্য সরকার প্রতিশ্রুতিমত এখন “দুয়ারে রেশন” কর্মসূচি শুরু করতে পারেনি কিন্তু এরাজ্যে “দুয়ারে মদ” প্রকল্প চালু হয়ে গেছে।