কলকাতা, ২৬ মে:- ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ইতিমধ্যেই রাজ্যে বহু এলাকা প্লাবিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। সকালে নবান্নের কন্ট্রোল রুম থেকে তিনি বলেন, বহু এলাকা ভেসে গিয়েছে। এই তান্ডব এখনো চলবে।১৫ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভরা কোটালের কারণে উপকূল এলাকাগুলিতে প্লাবন বেশি হচ্ছে। যাঁরা ত্রাণ কেন্দ্রে রয়েছেন, তাঁরা যাতে এখনই বাড়ি ফেরার চেষ্টা না করেন সে ব্যাপারে মুখ্যমন্ত্রী অনুরোধ জানান। প্রশাসন অনুমতি দিলে তবেই সাধারণ মানুষকে তিনি বাইরে যেতে বলেছেন। সাংবাদিক বৈঠকে রাজ্যে বিভিন্ন জেলার পরিস্থিতিও তিনি তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন গোসাবায় বহুগ্রাম প্লাবিত হয়েছে বহু। শঙ্করপুর, দিঘা, মন্দারমণি, তাজপুরের মত এলাকা ভেসে গিয়েছে। পূর্ব মেদিনীপুরে মোট ৫১ টি নদীবাঁধ ভেঙে গিয়েছে । ঘূর্ণিঝড় ইয়াস এর পাশাপাশি ভরা কোটাল এর কারণে এই প্লাবন বলে মুখ্যমন্ত্রী জানান।
Related Articles
বিসর্জনে চন্দননগরে ট্রেন বন্ধ কিছুক্ষণ, রেললাইন পেরিয়ে গেল জগদ্ধাত্রী প্রতিমা।
হুগলি, ১১ নভেম্বর:- চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার নাম দেশজোড়া। প্রতি বারই বিসর্জনে থাকে অভিনবত্ব। নিয়ম অনুযায়ী, দশমীর সন্ধ্যায় শুরু হয় বিসর্জনের শোভাযাত্রা। তবে সেই শোভাযাত্রায় অংশ নেয় না এমন প্রতিমাগুলি বিসর্জন দেওয়া শুরু হয় দশমীর সকাল থেকে। মণ্ডপে মণ্ডপে প্রতিমা বরণের পর চলে সিঁদুর খেলা। তারপর বাজনা সহকারে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় প্রতিমা। চন্দননগর […]
শতাব্দীর মান ভাঙাতে তাঁর বাড়িতে গিয়ে দেখা করলেন কুনাল ঘোষ।
কলকাতা , ১৫ জানুয়ারি:- শতাব্দী রায়ের মান ভাঙাতে তাঁর বাড়িতে গিয়ে দেখা করলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। শতাব্দীর দিল্লি যাত্রা নিয়ে কুনাল বলেন, ‘আমিও তাই শুনলাম। আমার সামনেই মুকুল দা ফোন করেছিলেন।’ তবে তাঁদের মধ্যে কি কথা হয়েছে তা জানেন না বলে দাবি কুনালের। তিনি বলেন, ‘শতাব্দী আমার পরিচিত। পুরনো বন্ধু। ওঁর সঙ্গে কিছুক্ষণ গল্প […]
প্রফুল্ল সেনের ৩১ তম মৃত্যু দিবস পালন আরামবাগে।
আরামবাগ, ২৫ সেপ্টেম্বর:- শনিবার সকালে আরামবাগে পালিত হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল চন্দ্র সেনের ৩১ তম মৃত্যু দিবস পালিত হলো। এদিন আরামবাগ এসডিও অফিস সংলগ্ন কাঁঠালতলায় প্রফুল্ল চন্দ্র সেনের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য অচিন্ত কুন্ডু, আরামবাগ মহকুমার একজন ডেপুটি […]