এই মুহূর্তে কলকাতা

প্রশাসনের অনুমতি ছাড়া ত্রানকেন্দ্র থেকে বাড়ি না ফেরার অনুরোধ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২৬ মে:- ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ইতিমধ্যেই রাজ্যে বহু এলাকা প্লাবিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। সকালে নবান্নের কন্ট্রোল রুম থেকে তিনি বলেন, বহু এলাকা ভেসে গিয়েছে। এই তান্ডব এখনো চলবে।১৫ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভরা কোটালের কারণে উপকূল এলাকাগুলিতে প্লাবন বেশি হচ্ছে। যাঁরা ত্রাণ কেন্দ্রে রয়েছেন, তাঁরা যাতে এখনই বাড়ি ফেরার চেষ্টা না করেন সে ব্যাপারে মুখ্যমন্ত্রী অনুরোধ জানান। প্রশাসন অনুমতি দিলে তবেই সাধারণ মানুষকে তিনি বাইরে যেতে বলেছেন। সাংবাদিক বৈঠকে রাজ্যে বিভিন্ন জেলার পরিস্থিতিও তিনি তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন গোসাবায় বহুগ্রাম প্লাবিত হয়েছে বহু। শঙ্করপুর, দিঘা, মন্দারমণি, তাজপুরের মত এলাকা ভেসে গিয়েছে। পূর্ব মেদিনীপুরে মোট ৫১ টি নদীবাঁধ ভেঙে গিয়েছে । ঘূর্ণিঝড় ইয়াস এর পাশাপাশি ভরা কোটাল এর কারণে এই প্লাবন বলে মুখ্যমন্ত্রী জানান।