কলকাতা, ২৬ মে:- ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ইতিমধ্যেই রাজ্যে বহু এলাকা প্লাবিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। সকালে নবান্নের কন্ট্রোল রুম থেকে তিনি বলেন, বহু এলাকা ভেসে গিয়েছে। এই তান্ডব এখনো চলবে।১৫ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভরা কোটালের কারণে উপকূল এলাকাগুলিতে প্লাবন বেশি হচ্ছে। যাঁরা ত্রাণ কেন্দ্রে রয়েছেন, তাঁরা যাতে এখনই বাড়ি ফেরার চেষ্টা না করেন সে ব্যাপারে মুখ্যমন্ত্রী অনুরোধ জানান। প্রশাসন অনুমতি দিলে তবেই সাধারণ মানুষকে তিনি বাইরে যেতে বলেছেন। সাংবাদিক বৈঠকে রাজ্যে বিভিন্ন জেলার পরিস্থিতিও তিনি তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন গোসাবায় বহুগ্রাম প্লাবিত হয়েছে বহু। শঙ্করপুর, দিঘা, মন্দারমণি, তাজপুরের মত এলাকা ভেসে গিয়েছে। পূর্ব মেদিনীপুরে মোট ৫১ টি নদীবাঁধ ভেঙে গিয়েছে । ঘূর্ণিঝড় ইয়াস এর পাশাপাশি ভরা কোটাল এর কারণে এই প্লাবন বলে মুখ্যমন্ত্রী জানান।
Related Articles
জল্পনার অবসান , মেসি অবসর নেবেন বার্সার জার্সিতেই।
স্পোর্টস ডেস্ক, ৬ জুলাই:- দীর্ঘদিন ধরে জল্পনা শোনা যাচ্ছিল, নৌ কাম্পে নাকি এখন আর খুশি নন লিও মেসি। মাঝেমধ্যেই ক্লাব ছাড়ার কথা বলছেন তিনি। আগামী বছর চুক্তি শেষ হলে নাকি চুক্তি আর বাড়াতে চাইছেন না আর্জেন্টাইন তারকা। এমনকি ইউরোপের বেশ কিছু ক্লাব তাঁকে নাকি প্রস্তাবও দিয়েছে। সব জল্পনা উড়িয়ে দিয়ে বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ […]
১৫ বছরের বেশি বয়সী গাড়ি বাতিলের প্রক্রিয়া শুরু, ১লা এপ্রিল থেকে।
কলকাতা, ৩১ জানুয়ারি:- আগামী ১ লা এপ্রিল থেকে রাজ্যে ১৫ বছরের বেশি বয়সী গাড়ি বাতিলের প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে মেয়াদ উত্তীর্ণ সরকারি গাড়ি বাতিল করা হবে। এই মর্মে রাজ্যের সমস্ত আরটিওকে নির্দেশ দেওয়া হয়েছে বলে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন। হাওড়ার সাঁতরাগাছি বাস টার্মিনাসে আজ এক অনুষ্ঠানে তিনি বলেন জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ এবং […]
চাপা সন্ত্রাসের আবহেই শেষ হল রাজ্যের আট দফার ভোটপর্ব।
কলকাতা, ২৯ এপ্রিল:- প্রশাসনিক উদ্যোগের অভাব না থাকলেও মধুরেন সমাপয়েত্ হল না। বরং আগের প্রায় প্রত্যেক দফার মতো বিক্ষিপ্ত অশান্তির আবহেই শেষ হল রাজ্যের অষ্টম তথা শেষ দফার ভোট গ্রহণ পর্ব।রাজ্যে নজীরবিহীন আট দফায় ভোট করানোর পিছনে নির্বাচন কমিশনের মূল যুক্তি ছিল ভোটপর্ব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা। দিনের শেষে সেই পদক্ষেপের কার্যকারিতা অনেকাংশে প্রমাণিত। আট […]