এই মুহূর্তে কলকাতা

নির্ধারিত সময়ের আগেই বালাসোরের দক্ষিণে আছড়ে পড়ল ‘‌ইয়াস’‌।

কলকাতা , ২৬ মে:- নির্ধারিত সময়ের আগেই বালাসোরের দক্ষিণে আছড়ে পড়ল ‘‌ইয়াস’‌। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘‌ইয়াস’‌ ঘণ্টায় ১৫৫ কিমি গতিবেগে আছড়ে পড়ে। প্রায় ৩ ঘণ্টা ধরে চলবে এই ল্যান্ডফল, বলে জানাচ্ছে মৌসম ভবন। সকাল সাড়ে ৯টা নাগাদ শুরু হয় এই ল্যান্ডফল। ঝোড়ো হাওয়ার তাণ্ডব শুরু হয়। সঙ্গে তুমুল বৃষ্টি। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে মোটামুটি ১৩০-‌১৪০ কিমি। সর্বোচ্চ গতিবেগ ১৫৫ কিমি। এ রাজ্যের দিঘা থেকে এখনও ৭০ কিমি দূরে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘‌ইয়াস’‌। ইতিমধ্যেই ওড়িশার ধামড়া, বালাসোরে প্রবল বৃষ্টি হচ্ছে। ফুঁসছে সমুদ্র। যা রীতিমতো ভয় ধরাচ্ছে সেখানকার মানুষজনের মনে। সমুদ্রের জল ঢুকছে গ্রামগুলিতে। চাষের জমি পুরো জলের তলায়। এ রাজ্যের দিঘাতেও থাবা বসাচ্ছে ‘‌ইয়াস’‌। সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস চলছে। দিঘায় যেভাবে জল ঢুকছে তাতে আতঙ্কিত মানুষজন। তবে হাওয়া অফিস জানাচ্ছে আজ দুপুরের মধ্যেই এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘‌ইয়াস’‌ ওড়িশার পারাদ্বীপ ও বাংলার সাগরদ্বীপের মধ্যে ওড়িশার বালাসোরের দক্ষিণ এবং ধামড়ার উত্তর দিক দিয়ে অতিক্রম করে যাবে। তারপর এই ঘূর্ণিঝড় যাবে ঝাড়খণ্ডের দিকে।