কলকাতা , ২৫ মে:- রাজ্যে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনে সেনা নামানো হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আসন্ন ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় আজ নবান্নে প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন যেখানে প্রয়োজন হবে, সেখানে সেনা নামানো হবে। পরিস্থিতি মোকাবিলায় একাধিক সংস্থা কাজ করছে। তিনি বলেন,পূর্ণিমার ভরা কোটালের কারণে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। ৭৪ হাজার আধিকারিক ও কর্মী দুর্যোগ মোকাবিলায় কাজ করছেন। প্রায় ২ লক্ষ পুলিশকর্মীকে কাজে লাগানো হয়েছে। তাদের সকল কেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ৯ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।
২৪ ঘণ্টা পরিস্থিতির উপর নজরদারি চলছে। ব্লকে ব্লকে কন্ট্রোলরুম খুলে নজরদারি করা হচ্ছে। তিনি আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার জেলাশাসকদের সঙ্গে কথা বলেন। আজ এবং আগামীকাল রাতভর তিনি উপনের কন্ট্রোল রুমে থাকবেন। গতবছর আম্ফান বিপর্যয় মোকাবিলায় সাহায্য নেওয়ার ব্যাপারে অনেক দেরি করে ছিল রাজ্য সরকার। তা নিয়ে রাজ্যে বিরূপ সমালোচনার ঝড় ওঠে। সে কারণেই এবার আগাম সেনাকে কাজে লাগানোর কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন বলে মনে করা হচ্ছে।