এই মুহূর্তে জেলা

হুগলি জেলা জুড়ে মর্যাদার সাথে পালিত হলো কাজী নজরুল ইসলামের জন্মদিন।

মহেশ্বর চক্রবর্তী , ২৫ মে:- হুগলি জেলা জুড়ে মর্যাদার সাথে বিদ্রোহি কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালিত হয়। প্রেম, মানবতা ও বিদ্রোহের প্রতীক কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনে সামিল হুগলি জেলাবাসী। এদিন জেলার বিভিন্ন জায়গায় কবির মুর্তিতে মাল্যদান থেকে শুরু করে সরকারি স্বাস্থ্য বিধি মেনে কবির জীবনী আলোচনা ও আদর্শ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট জনেরা। প্রশাসনের দপ্তর থেকে শুরু করে বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা কবির জন্মদিন পালন করে।

উল্লেখ্য ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমানের চুরুলিয়া গ্রামে এই মহান কবির জন্ম। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন কালে তিনি শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে কলম ধরেছিলেন। কবি নজরুল সারা জীবনই মানবতার সাধনা করেছেন। তার কবিতা, গান ও গদ্য উপমহাদেশের মানুষকে সংগ্রামে উদ্বুদ্ধ করেছে। একজন সাংবাদিক হিসেবেও নজরুল অনন্য ভূমিকা পালন করেছেন। তার সম্পাদিত ‘ধূমকেতু’ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা পালন করে।সবমিলিয়ে এদিন করোনা পরিস্থিতি হলেও মর্যাদার সাথে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করার পাশাপাশি জেলাবাসী তার আদর্শ অনুযায়ী চলার জন্য অঙ্গীকার বদ্ধ হন।